ওয়ানডে সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে করোনার হানা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

শান্ত-হৃদয়কে ছাড়াই ওয়ানডে দল, এক বছর পর ফিরলেন আফিফ

৩ ডিসেম্বর ২৪
সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ৫০ ওভারের সিরিজ শুরুর আগে খারাপ খবর শুনল স্বাগতিকরা। করোনা আক্রান্ত হয়ে ওয়ানডে সিরিজে আর খেলা হচ্ছে না কিমো পলের।


কিমোর জায়গায় স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে রোমারিও শেফার্ডকে। যিনি ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৩ সদস্যের দলের বাইরে ছিলেন রিজার্ভ ক্রিকেটার হিসেবে। তবে কিমোর শরীরে করোনার ভাইরাস পাওয়ায় ভাগ্য খুলল এই ক্যারিবিয়ানের।


সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিবর্ণ ছিলে শেফার্ড (৩ ম্যাচে ১ উইকেট)। যে কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে শুরুতে বিবেচিত করেনি ক্যারিবিয়ান নির্বাচকরা।


promotional_ad

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৭.৫ ইকোনোমিতে ৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি রোমারিও শেফার্ড। ২৭ বছর বয়সী শেফার্ড এর আগে ওয়ানডে খেলেছেন ১৩ টি, নামের পাশে উইকেট ৯ টি। এখনো পর্যন্ত খেলা টি-টোয়েন্টিতে উইকেট ২০ টি।


এদিকে শেফার্ড মূল দলে আসায় রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে থাকবেন ওডেন স্মিথ। যিনি টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন। ৩ ম্যাচে নিয়েছিলেন ৩ উইকেট।


গায়ানা প্রভিডেন্স স্টেডিয়াম শেফার্ডের হোম ভেন্যু। ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচই গড়াবে এই মাঠে যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই।


বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ১৩ সদস্যের স্কোয়াড:
নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহ অধিনায়ক), শামার ব্রুকস, কায়েচি কার্টি, আকিল হোসেইন, আলঝারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ের্স, গুদাকেশ মতি, অ্যান্ডারসন ফিলিপ, রভম্যান পাওয়েল ও জাইডেন সিলস।


রিজার্ভ: ওডেন স্মিথ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball