promotional_ad

দক্ষিণ আফ্রিকা বলেই বেশি আত্মবিশ্বাসী শরিফুল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পিএসএলে রিশাদ-শাহীন আফ্রিদিদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো

৩৮ মিনিট আগে
বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে ছিলেন রাসেল ডমিঙ্গো

২০২০ সালে এই দক্ষিণ আফ্রিকাতেই ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। এবার জাতীয় দলের হয়ে সিরিজ খেলতে প্রোটিয়াদের দেশে গেছেন শরিফুল ইসলাম-মাহমুদুল হাসান জয়রা। তাই এই সফরটি তিনি তাদের মধ্যে অন্যরকম রোমাঞ্চ বিরাজ করছেন।


পেসার শরিফুল ইসলাম এখন তিন ফরম্যাটেই দাপিয়ে বেড়াচ্ছেন। জয় সাদা পোশাকে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। শরিফুল জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সফরের আগেই থেকেই তিনি বেশ উচ্ছ্বসিত এই সিরিজটি নিয়ে।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যখনই শুনেছি দক্ষিণ আফ্রিকায় আমাদের সিরিজ আছে, তখনই মনে পড়েছে, ওখানে আমরা বিশ্বকাপ জিতেছি। তখন অনেক ভালো লেগেছিল।’



promotional_ad

দক্ষিণ আফ্রিকায় কখনও স্বাগতিকদের হারাতে পারেনি বাংলাদেশ। যদিও এই সফরে সেই অপূর্ণতা ঘুচানোর সুযোগ দেখছেন শরিফুল। তিনি বলেন, ‘অবশ্যই আমাদের দল নিয়ে আমি অনেক আত্মবিশ্বাসী। আমাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-সব বিভাগেই সবাই কিছু না কিছু অবদান রাখছে। আমরা যদি দল হিসেবে খেলতে পারি, ভালো কিছু নিয়ে যেতে পারব।’


এরই মধ্যে জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারাস স্টেডিয়ামে নিজেদের অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ। এখানকার উইকেট পেস বান্ধব তাই বেশ আনন্দিত শরিফুল। তার ভাষ্য, 'ভালো লাগছে, এখানে পেস বোলারদের বল ক্যারি করে। এটা পেস বোলার হিসেবে ভালো লাগারই কথা। উইকেটে ঘাস ছিল। তাই প্র্যাকটিস করে ভালো লাগছে।’


যদিও স্বাগতিকদের বিপক্ষে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন এই পেসার। তিনি বলেন, ‘যদিও দক্ষিণ আফ্রিকায় পেস বোলারদের সাহায্য থাকে। কিন্তু আমরা যদি ডিসিপ্লিনড না থাকি, তবে তো এক্সট্রা রানও বেরিয়ে যাবে। তাই আমরা চেষ্টা করব নরমাল প্ল্যানে নিয়ন্ত্রিত বোলিং করার। বাকিটা কী হয়, দেখা যাক।’


এরই মধ্যে বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ড মুস্তাফিজুর রহমান-শরিফুল ইসলামদের সঙ্গে যোগ দিয়েছেন। শরিফুল জানিয়েছেন প্রোটিয়া এই কিংবদন্তি ক্রিকেটার তাকে প্রথম দেখাতেই চিনে ফেলেছেন।



এ প্রসঙ্গে শরিফুল বলেন, ‘সকালের নাস্তার সময় (ডোনাল্ড) চিনতে পেরেছেন, কথা হয়েছে। যখন মাঠে এসেছি, অনুশীলনে উনি আমার রিস্ট পজিশন নিয়ে কাজ করেছেন। চেষ্টা করেছি, হয়তো কিছু দিনের মধ্যে ঠিক হযে যাবে। আশা করি, ভালো কিছু নিতে পারব উনার কাছ থেকে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball