promotional_ad

স্টোকস-বাটলাররা না থাকলেও নিজের কাজ করে যেতে চান মরিস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চেন্নাইয়ে ১৭ বছর পর জিতল বেঙ্গালুরু

১৩ ঘন্টা আগে
বিসিসিআই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় অংশে বেন স্টোকস, জস বাটলার, জফরা আর্চার ও স্টিভ স্মিথকে পাচ্ছে না রাজস্থান রয়্যালস। তাদের শূন্যতা পূরণ করতে ওশানে থমাস ও লিয়াম লিভিংস্টোনকে দলে ভিড়িয়ে নিজেদের শক্তি বাড়িয়েছে তারা। তাছাড়া রাজস্থানে পরবর্তী ম্যাচগুলো খেলবেন ক্রিস মরিস, ডেভিড মিলার ও মুস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।


স্টোকস ও বাটলারদের মতো তারকারা না থাকলেও কোনো সমস্যা দেখছেন না মরিস। দলের জন্য নিজ দায়িত্ব ঠিক মতো পালন করে যেতে চান এই পেস অলরাউন্ডার। ম্যাচের সময় বোলারদের সঙ্গে কথা বলে নতুন কৌশল খুঁজে বের করে অধিনায়ক সাঞ্জু স্যামসনকে সাহায্য করার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি।



promotional_ad

এ প্রসঙ্গে মরিস বলেন, ‘আমাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। আমি মিড-অফ এবং মিড-অন ফিল্ডিং করি নিয়মিত। তাতে আমি বোলারদের সাথে কথা বলতে পারবো। যদি আমরা কিছু খুঁজে বের করতে পারি তাহলে সবসময় বিষয়টি অধিনায়ক সাঞ্জুকে জানিয়ে দেবো।’


দলের সিনিয়র ক্রিকেটার হওয়ায় নিজের ওপর বাড়তি দায়িত্ব অনুভব করছেন মরিস। নিজে থেকে নতুন কোনো পরিকল্পনা খুঁজে বের করতে পারলে সেটি তরুণ ক্রিকেটারদের চাপ কমিয়ে দিতে পারবে বলেও মনে করেন তিনি। বাটলার ও স্টোকস না থাকায় সেটি যথাযথভাবে করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


মরিস বলেন, ‘একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে ভূমিকা হল খেলোয়াড়দের শান্ত রাখা। সেই সঙ্গে আমি মনে করি খেলোয়াড়দের ওপর চাপ থাকে তাই কোনো নতুন কোনো পরিকল্পনা বের করতে হবে। হ্যাঁ, আমি সেভাবেই করব। জস বাটলার বা বেন স্টোকস থাকুক বা না থাকুক আমি সেটাই করে যাব।’



মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে সংযুক্ত আরব আমিরাত পর্বে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে রাজস্থান। এবারের আসরে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলে চার হারের বিপরীতে তিনটিতে জিতেছে দলটি। তাতে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball