promotional_ad

অস্ট্রেলিয়ার সম্প্রচারকারীদের কাছে বাংলাদেশ সিরিজ 'অলাভজনক'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এক বছর এগিয়ে এলো বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর

৩১ মার্চ ২৫
১৮ বছর পর অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দল এখন বাংলাদেশে। দুই দলের এটাই প্রথম টি-টোয়েন্টি সিরিজ। সিরিজটি নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকলেও এই সিরিজটি অস্ট্রেলিয়াতে সম্প্রচার হচ্ছে না।


অস্ট্রেলিয়ার টেলিভিশন চ্যানেলগুলো মনে করছে, বাংলাদেশ লো-প্রোফাইল দল। তাই তাদের ধারণা এই সিরিজ থেকে লাভের মুখ দেখতে পারবেন না তারা। এ কারণেই বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সিরিজটি কেউ সম্প্রচার করছে না অস্ট্রেলিয়ায়।



promotional_ad

মূলত সিরিজ সম্প্রচারের আগ্রহ প্রকাশের পেছনে আর্থিক লাভের হিসেব-নিকাশ থাকে। এদিক থেকেই এই সিরিজটিকে অলাভজনক মনে করছে অস্ট্রেলিয়ার চ্যানেলগুলো। তাদের মতে ইংল্যান্ডের দ্য হান্ড্রেডকেই বেশি লাভজনক মনে হয়েছে অস্ট্রেলিয়ার টিভিগুলোর কাছে।


আরো পড়ুন

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাসসহ তিন নতুন মুখ

৩ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ার জার্সিতে স্যাম কনস্টাস, ক্রিকেট অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার স্বনামধন্য খেলাধুলার চ্যানেলগুলোর মধ্যে ফক্সটেল মিডিয়ার ফক্স ক্রিকেট অন্যতম। বর্তমানে ইংল্যান্ডের ঘরোয়া দ্য হান্ড্রেড টুর্নামেন্ট সম্প্রচার করছে তারা। এ ছাড়া বুধবার (৪ আগস্ট) থেকে স্বাগতিক ইংল্যান্ড ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজ সম্প্রচার করবে তারা।


অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বাংলাদেশ সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে টিভিগুলোর কোনো চুক্তি হয়নি। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সিরিজ সম্প্রচার সেভেন ওয়েস্ট মিডিয়ার কাছ থেকে স্বত্ব কিনেছিল ফক্সটেল।



৬ বছরের চুক্তিতে ১.১৮ বিলিয়ন ইউএস ডলার পরিশোধ করতে সম্মত হয়েছিল তারা। তবে করোনা পরিস্থিতিতে ভ্রমণ জটিলতা ও খরচ কমাতে দ্বিপাক্ষিক সিরিজ সম্প্রচারে আগ্রহ হারিয়েছে অস্ট্রেলিয়ার টিভিগুলো। ধারণা করা হচ্ছে, মূলত এসব কারণেই বাংলাদেশ সিরিজ সম্প্রচারে আগ্রহ হারিয়েছে তারা।


৩ আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ম্যাচ হবে ৪ আগস্ট। একদিনের বিরতি দিয়ে ৬, ৭ ও ৯ আগস্ট মাঠে গড়াবে বাকি তিন ম্যাচ। ক্রিকেট অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী, সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball