বার্মিংহাম ফিনিক্সের প্রধান কোচ ভেটরি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দ্য হান্ড্রেডের ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড
১৩ মার্চ ২৫
করোনা পরিস্থিতির কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় ইংল্যান্ডে যেতে পারছেন না অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। এর ফলে দ্য হান্ড্রেডের দল বার্মিংহাম ফিনিক্সের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ড্যানিয়েল ভেটরি।
দ্য হান্ড্রেডের এক অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে দলটির সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল নিউজিল্যান্ডের কিংবদন্তি এই অলরাউন্ডারের।

নতুন এই দায়িত্ব প্রসঙ্গে ভেটরি বলেছেন, 'এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত এবং বিশেষ করে অ্যান্ড্রুর কাছ থেকে এই দায়িত্ব পেয়ে। আমি নিয়মিত তার পরামর্শ নেব এবং আশা করি অ্যান্ড্রুর পরামর্শ আমাদের সাফল্য পেতে কাজে লাগবে। আমাদের স্কোয়াড বেশ শক্তিশালী এবং আমরা একটি জয়ী দল হিসেবে গড়ে তুলতে চাই। আশা করছি বার্মিংহামে দ্য হান্ড্রেডের শিরোপা নিয়ে যেতে পারবো।'
বিধ্বংসী ব্যাটিং মন্ত্রে হেড-অভিষেকেই ভরসা হায়দরাবাদের
২২ মার্চ ২৫
অবশ্য ২০২২ সালে দলটির প্রধান কোচ হিসেবে আবারও ফিরবেন ম্যাকডোনাল্ড। ভেটরি এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন।
ভেটরির সহকারী হিসেবে রাখা হয়েছে অ্যালেক্স গিডম্যান ও জেমস ফ্রাঙ্কলিন। এদিকে বার্মিংহাম ফিনিক্সের নারী দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বেন সোইয়ার। এ ছাড়া তার সহকারী কোচ হিসেবে থাকবেন ক্যারলিন ফস্টার।
সহকারী কোচ হিসেবে আরও রাখা হয়েছে ডমিনিক ওস্টলার ও গ্রেথ ডেভিসকে যার কাজ করার অভিজ্ঞতা রয়েছে ওয়ারউইকশায়ার ও ওরচেস্টারশায়ারের হয়ে। ফস্টার খেলোয়াড়ি জীবনে বেশ সফল। তিনি বিশ্বকাপ ও অ্যাশেজ জয়ের স্বাদ পেয়েছেন।