আলোকস্বল্পতার নিয়মের স্বচ্ছতা চান মাঞ্জরেকার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসির শেষ তিন টুর্নামেন্ট খেলা ভারতীয় ক্রিকেটারদের সবার সম্মান প্রাপ্য: রোহিত
৩০ মার্চ ২৫
আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়া নতুন কিছু নয় টেস্ট ক্রিকেটে। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও দুদিন আলোকস্বল্পতার কারণে আগেই শেষ হয়েছে দিনের খেলা।
আম্পায়ার লাইট মিটার দিয়ে মাঝে মাঝেই দিনের আলো পরীক্ষা করেন। পাশাপাশি ব্যাটিং বা বোলিং দলের অনিহার কারণেও খেলা বন্ধ করে দেয়া হয়। এই নিয়মের আরও স্বচ্ছতার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাঞ্জরেকার বলেছেন, 'খারাপ আলোর জন্য খেলা বন্ধ করে দেওয়ার নিয়ম আরও স্বচ্ছ হওয়া উচিত। আমার মতো অনেকের কাছেই বিষয়টা পরিষ্কার নয়। আমার ধারণা একাধিক আন্তর্জাতিক মানের ক্রিকেটারও এই নিয়ম সম্পর্কে পুরোপুরি জানেন না।'
আলো কমে গেলে বিশেষ করে সমস্???ায় পড়েন ব্যাটসম্যানরা। এই অবস্থায় লাল বলে দেখা আরও দুষ্কর হয়ে যায়। তাই আলোকস্বল্পতার নিয়মকে আরও ভালোভাবে সামনে তুলে ধরা উচিত বলে মনে করেন তিনি।
মাঞ্জরেকার যোগ করেছেন, 'আলো কমে গেলে ব্যাটসম্যানদের অসুবিধা হয়। এমন অবস্থায় লাল বল দেখা আরও কঠিন। তাই খারাপ আলোর জন্য খেলা বন্ধ করে দেওয়ার নিয়মকে আরও ভাল ভাবে সবার সামনে তুলে ধরা উচিত।'
বৃষ্টির কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়ে যায়। এরপর দ্বিতীয় দিন আলোকস্বল্পতার কারণে আগে ভাগেই বন্ধ হয়ে যায় খেলা। তৃতীয় দিনেও একই সমস্যায় পড়তে হয়। এ কারণেই এই নিয়ম নিয়ে আলোচনা তৈরি হয়েছে।