বিশ্বকাপ আরব আমিরাতে হলেও আয়োজক থাকবে ভারত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
চলতি বছরের অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূচি অনুযায়ী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত মাঠে গড়ানোর কথা এই বিশ্ব আসরের। তবে ভারতের বর্তমান করোনা পরিস্থিতি বিশ্বকাপকে শঙ্কায় ফেলে দিয়েছে।
ভারতের পরিস্থিতির উন্নতি না হলে বিশ্বকাপ আয়োজন করা হবে আরব আমিরাতের মাটিতে। তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়েছে বিশ্বকাপ আরব আমিরাতে হলেও আয়োজক হিসেবে থাকছে তারাই।

বিশ্বকাপের স্বত্ব আরব আমিরাতকে দিয়ে দেয়ার সুযোগ থাকলেও সে পথে আগ বাড়াচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়ার সঙ্গে টুর্নামেন্ট অদল বদল করতেও রাজি নয় তারা।
এ প্রসঙ্গে বিসিসিআইয়ের জেনারেল ম্যানেজার ধিরাজ মালহোত্রা বলেছেন,'আমরা স্বাভাবিক পরিস্থিতিতে কি করবো ও বাজে পরিস্থিতিতে কি করবো এটা নিয়েই আইসিসির সঙ্গে কথা হচ্ছে। এটা আরব আমিরাতে হতে পারে। আমরা আশা করছি এটা আয়োজন করবে বিসিসিআই। আমরা টুর্নামেন্টটি সেখানো আয়োজন করতে পারি। কিন্তু সেটার আয়োজক হিসেবে থাকবে বিসিসিআই।'
কদিন আগেই আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে আয়োজন করতে এখন পর্যন্ত চেষ্টা চালাচ্ছেন তারা। মূলত সূচি অনুযায়ী বিশ্বকাপ আয়োজন করতেই প্রস্তুতি নিচ্ছে বিসিসিআই ও আইসিসি।
অ্যালারডাইস বলেছেন, 'হ্যা আমাদের বিকল্প চিন্তা আছে। কিন্তু এই মুহূর্তে আমরা সেই পরিকল্পনা নিয়ে ভাবছি না। কারণ আমরা সূচি অনুযায়ী ভারতেই এটা আয়োজনের প্রস্তুতি চালাচ্ছি। আমরা বিসিসিআইয়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছি। সঠিক সময়ে আমরা বিকল্প চিন্তা বাস্তবায়ন করবো।'