promotional_ad

রাহানে শান্ত হলেও কোহলির মতোই আক্রমণাত্মক: টেন্ডুলকার

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঠান্ডা মাথার ব্যাটসম্যান হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন আজিঙ্কা রাহানে। শান্ত স্বভাবের হলেও তাকে বিরাট কোহলির মতো আক্রমণাত্মক অধিনায়ক মনে করেন শচিন টেন্ডুলকার। নিয়মিত অধিনায়ক কোহলি সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের বাকি অংশে থাকছেন না।


ফলে বাকি তিন টেস্টে ভারতের নেতৃত্ব দেবেন রাহানে। এর আগেও টেস্টে রাহানেকে নেতৃত্বে দেখা গেছে। এখন পর্যন্ত ২টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এই দুই টেস্টেই জয় পেয়েছিল ভারত। ফলে শতভাগ সফল অধিনায়ক হিসেবেই অজিদের বিপক্ষে মাঠে নামবেন তিনি।



promotional_ad

২০১৭ সালে ধর্মশালায় রাহানের অধীনেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারত। টেন্ডুলকারের বিশ্বাস শান্ত স্বভাবের হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে রাহানের আক্রমণাত্মক মনোভাব দেখা যাবে।


টেন্ডুলকার বলেন, 'আজিঙ্কা এর আগেও ভারতকে নেতৃত্ব দিয়েছে এবং তার শান্ত স্বভাব এমনটা বোঝায় না যে সে আক্রমণাত্মক নয়। একেক জন একেক ভাবে তাদের আক্রমণাত্মক মনোভাব দেখায়। কেউ যদি আক্রমণাত্মক মনোভাব না দেখায় এটার মানে এই নয় যে সে আক্রমণাত্মক নয়। উদাহরণ হিসেবে পূজারাকে দেখতে পারেন। সে খুবই শান্ত কিন্তু সে নিজের কাজটা ভালোই জানে। তার বডি ল্যাঙ্গুয়েজ খেলার মধ্যেই থাকে এবং সে সব সময় মনোযোগী। কিন্তু এটা এমন মনে হওয়ার কারণ নেই যে সে অন্যদের চেয়ে কম চেষ্টা করে।'


সাদা পোষাকে বর্তমান সময়ে ভারতের অন্যতম সফল ব্যাটসম্যান রাহানে। অনেকবারই তিনি ধৈর্য্যের প্রমাণ দিয়েছেন। ৬৬ টেস্টে ৪ হাজার ২৪৫ রান করেছেন তিনি। ডানহাতি এই ব্যাটসম্যান ১১টি সেঞ্চুরি এবং ২২টি হাফ সেঞ্চুরি করেছেন। তার টেস্ট ক্যারিয়ারের বেশিরভাগ রানই এসেছে ৫ নম্বরে ব্যাট করে। এই জায়গায় ব্যাট করে ৩ হাজার ২৩৬ রান করেছেন তিনি। টেন্ডুলকারের বিশ্বাস রাহানে নিজের মতো করে পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।



তার ভাষ্য, 'প্রত্যেকেই নিজেদের মতো করে অনুভূতি প্রকাশ করে এবং নিজেদের মতো করে পরিস্থিতি মোকাবেলা করে। কিন্তু আমি এটা নিশ্চিত করে বলতে পারি প্রত্যেকেরই লক্ষ্য থাকে একটাই। তাদের এই পথটা ভিন্ন হতে পারে এবং তাদের লক্ষ্য থাকবে ভারতকে জেতানো। আজিঙ্কার ভিন্ন প্রক্রিয়া রয়েছে এবং আলাদা কৌশল রয়েছে। এটা ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে। তারা কিভাবে পরিকল্পনা করবে। পিচের ধরন অনুযায়ী ব্যাটিং-বোলিং লাইনআপ তৈরি করবে তারা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball