promotional_ad

ভারতকে আবার ৫০ রানে শেষ করা যাবে না: লায়ন

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে পুর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত

১২ মিনিট আগে
ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে পুর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত, ফাইল ফটো

অ্যাডিলেড টেস্টে প্রথম দুইদিন এগিয়ে থেকেও মাত্র তিনদিনে হেরেছে ভারত। সেই টেস্টেই দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউট হওয়ার লজ্জায় পড়েছিল বিরাট কোহলির দল। তবে অজি স্পিনার নাথান লায়ন মনে করেন ভারতের ঘুরে দাঁড়ানো খুব একটা কঠিন হবে না। 


২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হবে দুই দলের বক্সিং ডে টেস্ট। সেই টেস্টে কঠিন লড়াই হবে বলে জানিয়েছেন লায়ন। সেই ম্যাচ জমিয়ে দেয়ার মতো অনেক খেলোয়াড় রয়েছে ভারতের। সংবাদমাধ্যমের সঙ্গে সম্প্রতি আলাপকালে একথাই জানিয়েছেন অজি এই স্পিনার।


তিনি বলেন, ‘ওদের ঘুরে দাঁড়ানো কঠিন হবে বলে আমি মনে করছি না। ভারতের দলে বিশ্বসেরা খেলোয়াড়রা আছে। তারা ম্যাচ ঘুরাতেই পারে।’



promotional_ad

ভারতকে তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কম রানে অলআউট করে দেয়ার কৃতিত্ব পাচ্ছেন প্যাট কামিন্স, জস হ্যাজেলউডরা। লায়ন মনে করেন অ্যাডিলেড টেস্টের তৃতীয়দিন ভুলের রাজ্যে ঘুরপাক খেয়েছে ভারতীয়রা। তবে তাদের আবারও ৫০ রানে অলআউট করা যাবে না বলে মনে করেন এই অজি স্পিনার।


আরো পড়ুন

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাসসহ তিন নতুন মুখ

১ এপ্রিল ২৫
অস্ট্রেলিয়ার জার্সিতে স্যাম কনস্টাস, ক্রিকেট অস্ট্রেলিয়া

এ প্রসঙ্গে লায়ন বলেন, ‘ওই দিনে আসলে আমাদের সবই মিলে গেছে, আর ওদের সব ভুল হয়ে গেছে। ক্রিকেটে মাঝে মাঝে এরকম হয়ে যায়। আমার ধারণা আঘাত ভুলে মাঠে নামবে ভারত। দিতে চাইবে পালটা আঘাত। নতুন দিন, নতুন খেলা। আমার বিশ্বাস হয় না আবার ওদের আমরা ৫০ রানে শেষ করতে পারব।’


কামিন্স, হ্যাজেলউড, মিচেল স্টার্কদের সঙ্গে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের অন্যতম সেরা অস্ত্র লায়ন। তিনি বেশ ভালোই জানেন ভারতের খেলোয়াড়রা স্পিন বেশ ভালো খেলে। সেক্ষেত্রে লায়নকেই আক্রমণের পরিকল্পনা নিয়ে মাঠে নামবে তারা। তাই নিজেকে তৈরি রাখছেন এই অজি স্পিনার।


লায়নের ভাষ্য, ‘ভারত আমাকে আক্রমণ করতে চাইবে। আমি জানি ওরা পরিকল্পনা নিয়ে এগুবে। আমিও নিজেকে তৈরি রাখছি। ওরা আক্রমণ করলে কখন রক্ষণাত্মক হবো, কখনো আক্রমণাত্মক সেটা বুঝি। সেভাবেই এগুবো।’



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball