ক্রিকেটে ফেরার আগেই কিউই শিবিরে দুঃসংবাদ

ছবি: ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অনুশীলনের সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়ে লম্বা সময়ের জন্য জন্য ছিটকে গেছেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হ্যানরি। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠেয় সিরিজে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
প্ল্যাঙ্কেট শিল্ডে ক্যান্টারবেরির হয়ে খেলা এই পেসার নেটে ব্যাটিং অনুশীলন করার সময় বুড়ো আঙুলে আঘাত পান। পরবর্তীতে এক্স-রে রিপোর্টে তাঁর আঙুলে চিড় ধরা পড়ে। এরই মধ্যে হেনরির ইনজুরিতে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টারবেরির ফিজিও টিম ডভবিশ।

ডভবিশ বলেন,'নেটে ব্যাটিং করার সময় দুর্ভাগ্যক্রমে ডান হাতের বুড়ো আঙুলের ডগায় আঘাত পেয়েছে ম্যাট। এরপর তৎক্ষণাৎ তার এক্স-রে করানো হয়েছে এবং ওর আঙুলে চিড় ধরা পড়েছে।'
ফিজিওর মতে, পুরোপুরি ফিট হতে ম্যাট হেনরির প্রায় ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। যার অর্থ ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রস্তাবিত ২৭ নভেম্বরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন না তিনি। যদিও পরবর্তী ম্যাচগুলোতেও অনিশ্চিত এই ডানহাতি পেসার।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন হেনরি। সিডনি টেস্টের প্রথম দিনে বাম হাতের বুড়ো আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন ২৮ বছর বয়সি এই পেসার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে করোনা পরবর্তী সময়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে নিউজিল্যান্ড। প্রস্তাবিত সূচি আগামী ২৭ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই দুই দলের লড়াই।
সে অনুযায়ী ২৭ নভেম্বর ইডেন পার্কে হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ২৯ ও ৩০ নভেম্বর হবে পরবর্তী দুই ম্যাচ। দুইটি ম্যাচই হবে ওভালে। টি-টোয়েন্টি সিরিজ শেষে সাদা পোষাকের লড়াইয়ে নামবে এই দুই দল। ৩ ডিসেম্বর থেকে হ্যামিল্টনের সেডন পার্কে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ১১ ডিসেম্বর ওয়েলিংটনের বেসিন রিজার্ভে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।