promotional_ad

রোহিতের সঙ্গে তুলনায় হায়দারের অস্বস্তি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের ডানহাতি ব্যাটসম্যান হায়দার আলীর ব্যাটিং অনেকটাই রোহিত শর্মার মতো। ভারতীয় ওপেনারের মতো অবলীলায় বল সীমানা ছাড়া করার দক্ষতা রয়েছে তাঁরও (হায়দারের)। সেকারণেই অনেকে তাঁকে তুলনা করছেন রোহিতের সঙ্গে। পাকিস্তানের 'রোহিত শর্মা' হিসেবেও আখ্যা দেয়া হয়েছে হায়দারকে।  


তবে রোহিতের সঙ্গে তুলনাতে বেশ অস্বস্তি বোধ করেন ২০ বছর বয়সী হায়দার। অর্জনের খাতায় রোহিতের চেয়ে অনেকটা পিছিয়ে রয়েছেন বলেই এই তুলনা মেনে নিতে পারছেন না পাকিস্তানের প্রতিভাবান এই ব্যাটসম্যান।  



promotional_ad

পাকিস্তানের এই তরুণ ক্রিকেটার বলেন, 'রোহিত বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন। কেউ যখন তার সঙ্গে আমার তুলনা করে আমি তখন অস্বস্তি বোধ করি। সে ইতোমধ্যেই অনেক কিছু অর্জন করেছে।'


পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি অভিষেকেই হাফসেঞ্চুরি করেন হায়দার। বর্তমানে তিনি অপেক্ষায় আছেন দেশের হয়ে তিন ফরম্যাটেই প্রতিনিধিত্ব করার। সম্ভাবনাময় এই তরুণ প্রতিভা নিজের ইচ্ছার কথা অকপটেই স্বীকার করেছেন। 


হায়দার বলেন, 'আমি তিন ফরম্যাটেই পারফর্ম করতে পারবো। সবগুলোতে খেলাই উপভোগ করি। প্রথম শ্রেণীর ক্রিকেটেও আমার খুব ভালো একটা মৌসুম কেটেছে। নর্দানে আমার কোচ মোহাম্মদ ওয়াসিম আমাকে খুব ভালো দিক নির্দেশনা দিচ্ছেন।'



একজন তরুণ ক্রিকেটারের জন্য কোচের ভূমিকার কথা জানিয়ে হায়দার আরো বলেন, 'আমি এটা সবসময়ই অনুভব করি যখন কোচ হিসেবে আপনি কোনো ক্রিকেটারকে আত্মবিশ্বাস যোগাবেন সেটা পার্থক্য গড়ে দেবে। ওই খেলোয়াড়কে তার সামর্থ্যের সবটা উজাড় করে দিতে উদ্বুদ্ধ করবে।'


প্রথম শ্রেণীর ক্রিকেটে ৮ ম্যাচে ৪৬.৫৭ গড়ে ৬৫২ রান সংগ্রহ করেছেন হায়দার আলী। যেখানে তাঁর রয়েছে ২টি সেঞ্চুরি এবং ৩টি হাফ সেঞ্চুরি। এছাড়া লিস্ট 'এ' ক্রিকেটে ৫ ম্যাচে একটি সেঞ্চুরিসহ ৪৩.৬০ গড়ে ২১৮ রান করেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball