ঘরোয়া ক্রিকেট ফেরাচ্ছে দক্ষিণ আফ্রিকা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এমজান্সি সুপার লিগ স্থগিত হওয়ার সাত মাস পর মাঠে ফিরছে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট। আগামী নভেম্বরে শুরু হচ্ছে মোমেন্টাম ওয়ানডে কাপ। এরপর একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ও(সিএসএ)।
স্থানীয় সংবাদমাধ্যমকে এমনটাই নিশ্চিত করেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কুগানড্রি গোভেন্ডার। তিনি বলেছেন, 'আমরা আনন্দিত যে, দেরিতে মৌসুম শুরু হওয়া সত্ত্বেও কোন ম্যাচ কমছে না।'

আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে মোমেন্টাম ওয়ানডে কাপ এবং ২০২১ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে মাঠে গড়াবে নারী ও পুরুষদের প্রাদেশিক ক্রিকেট। করোনার কারণে দেরিতে ঘরোয়া ক্রিকেট শুরু হলেও ম্যাচের সংখ্যা কমানো হয়নি।
চারদিনের সিরিজ ও মোমেন্টাম ওয়ানডে কাপ উভয়টিতেই ছয়টি করে দল অংশগ্রহণ করবে। যেখানে দুইটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দলগুলো। নিজ গ্রুপের দলের বিপক্ষে প্রত্যেকে দুইটি করে ম্যাচ খেলবে তারা। তবে প্লে’অফে এক রাউন্ড করে খেলা হবে।
চারদিনের সিরিজে প্রত্যেক দল সর্বনিম্ন সাতটি করে ম্যাচ পাবে। গ্রুপ পর্বের ম্যাচ শেষে ৫ দিনের ফাইনাল অনুষ্ঠিত হবে। আর মোমেন্টাম ওয়ানডে কাপের দুই গ্রুপের প্রথমস্থানে থাকা ও দ্বিতীয়স্থানে দল জায়গা পাবে সেমিফাইনালে।
নক আউট পদ্ধতির সেমিফাইনাল শেষে হবে ফাইনাল। টি-টোয়েন্টি টুর্নামেন্টে অবশ্য প্রত্যেকটি দল পাঁচটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। তবে নেই সেমিফাইনাল পর্ব। দুই গ্রুপের শীর্ষ দুই দল নিয়ে হবে ফাইনাল ম্যাচ।