promotional_ad

পারিশ্রমিক কমালেও আপত্তি নেই ব্রডদের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ক্রিকেট। যে কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রিকেট বোর্ডগুলো। সেই তালিকা থেকে বাদ যায়নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি)।


এবার নিজেদের ক্ষতি কমাতে কেন্দ্রীয় চুক্তির তালিকা ছোট করার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। যে কারণে নতুন চুক্তি থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ও পেসার মার্ক উড। শুধু তাই নয়, নিজেদের আর্থিক ক্ষতি থেকে পুষিয়ে উঠতে ইতোমধ্যে বোর্ডের ৬০ জন কর্মীকে ছাঁটাই করেছে তারা।



promotional_ad

মহামারীর শুরুর ‍দিকে ৩০০ মিলিয়ন টাকা ক্ষতির আশঙ্কা করেছিল ইসিবি। তবে বছরের মাঝ পথে মাঠে ক্রিকেট ফেরানোয় ক্ষতির পরিমাণ কমে তা দাঁড়িয়েছে ১২৭ মিলিয়নে। করোনার এমন প্রভাব আর কতদিন থাকবে তার নিশ্চয়তা নেই।


কভিড-১৯ মহামারীর পরিস্থিতি যদি আরও দীর্ঘাস্থায়ী হয় তাহলে আরও ক্ষতি গুণতে হবে বোর্ডকে। যে কারণে আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে ক্রিকেটারদের বেতন কর্তন করতে পারে ইসিবি। এতে অবশ্য তেমন আপত্তি নেই দেশটির তারকা পেসার স্টুয়ার্ট ব্রড এবং তাঁর সতীর্থদের।


স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রড বলেন, 'আমার ধারণা ১০০% বেতনই কাটা হবে। বর্তমান পরিস্থিতি নিয়ে খেলায়াড়েরা বেশ সচেতন। ইসিবি যেখানে ৬০ জন কর্মী ছাঁটাই করেছে, সেখানে খেলোয়াড়দের বেতন আগের মতো থাকাটা ঠিক না।’



দ্বিতীয় ইংলিশ পেসার হিসেবে টেস্টে ৫০০ উইকেট শিকার করা ব্রড মনে করেন, পারিশ্রমিক কমালেও কেউ (ক্রিকেটাররা) আপত্তি করবে না। তাঁর ভাষ্যমতে, 'খেলোয়াড়েরা এ ধরণের বিষয়ে বেশ খোলামেলা রয়েছে। আমি মনে করি না যে, আপনি কোন খেলোয়াড়ের বেতন কর্তন করলে তারা অভিযোগ করবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball