করোনার পর প্রথমবার মাঠে দর্শক দেখা যাবে অস্ট্রেলিয়ায়!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনা মহামারির পর সবকিছুই যেন বদলে গেছে। ক্রিকেটও তার থেকে বাদ যায়নি। স্থগিত হয়ে গেছে বিশ্বকাপ ও বিভিন্ন সিরিজ। বদলে গেছে পূর্ব নির্ধারিত সূচি। দীর্ঘ বিরতির পর ক্রিকেট মাঠে ফিরলেও এখন পর্যন্ত কোনো দেশই মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেয়নি। 


বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলও এবার ভারতে আয়োজন সম্ভব হয়নি। সংযুক্ত আরব আমিরাতে দর্শক ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে এই আসর। বলা হচ্ছে আগামী আসরের আইপিএলও অনুষ্ঠিত হতে পারে এখানে।


promotional_ad

কেবল আইপিএলই নয় ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচও ভারত এই ভেন্যুতে খেলতে চায় বলে শোনা যাচ্ছে। গুঞ্জন ছড়িয়েছিলো অস্ট্রেলিয়াও সংযুক্ত আরব আমিরাতে ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন করতে চায়।


তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এক কর্মকর্তা। ডেইলি মিররকে তিনি জানিয়েছেন নভেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের জন্য সরকারের কাছ থেকে অনুমতি পেয়ে গেছেন তারা। 


অস্ট্রেলিয়ার চারটি ভেন্যুতে চার টেস্ট আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যার মধ্যে বক্সিং ডে টেস্ট অনুষ্ঠিত হতে পারে মেলবোর্নে। এমনকি করোনা ভাইরাস সংক্রমনের পর প্রথমবারের মতো গ্যালারিতে দর্শকও দেখা যেতে পারে অস্ট্রেলিয়ায়।


অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ওই কর্মকর্তা বলেন, 'সব ভেন্যুতেই দর্শক থাকবে। হয়তো গ্যালারি ভর্তি থাকবে না। তবে আমরা স্টেডিয়ামে দর্শক প্রবেশ করতে দিবো।'


ভারত-অস্ট্রেলিয়া সিরিজের সূচি অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই সিরিজ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের পাসপোর্ট নেয়া হয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball