বাংলাদেশ সিরিজের টিকিট মূল্য কমালো নিউজিল্যান্ড

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাকালে দর্শকদের আর্থিক ক্ষতির কথা চিন্তা করে দারুণ এক উদ্যোগ হাতে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজিসি)। আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের টিকিট মূল্য অর্ধেকে কমিয়ে আনার ঘোষণা দিয়েছে তারা।
এনজিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড হোয়াইট এরই মধ্যে টিকিট মূল্য কমানোর বিষয়টি নিশ্চিত করেছেন। দর্শক এবং সমর্থকদের স্বার্থে এই সিদ্ধান্ত নেয়াকে সঠিক বলেই বিশ্বাস করছেন তিনি।

হোয়াইট বলেছেন, 'এই সময়ের (করোনাকাল) মধ্যে টিকিট মূল্য কমিয়ে আনা হয়তো আত্মসংঘাত মূলক ব্যাপার হতে পারে কারণ খেলাটিতে অতিরিক্ত খরচ বিদ্যমান। তবে আমরা মনে করি এটাই সঠিক সিদ্ধান্ত।'
এরই মধ্যে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দুটির সূচি প্রকাশ করেছে এনজিসি। যেখানে মোট ৬টি ভেন্যুতে খেলবে দুই দল। সূচি অনুযায়ী ১৩ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডেতে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ।
এরপর ১৭ মার্চ ক্রাইস্টচার্চের হেগলি ওভালে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের শেষ ম্যাচটি আয়োজন করা হবে ২০ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে।
ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টির লড়াইয়ে নামবে দুই দল। যেখানে ২৩ মার্চ নেপিয়ারের ম্যাকলিন পার্কে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে তারা। এরপর অকল্যান্ডের ইডেন পার্কে ২৬ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচটি।
২৮ মার্চ সিরিজের শেষ টি-টোয়েন্টি দিয়ে সফরটির ইতি টানবে বাংলাদেশ। এই ম্যাচটির ভেন্যু ঠিক করা হয়েছে হ্যামিল্টনের সেডন পার্ক। গত বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ দল।