বোল্টের অনুপ্রেরণা ওয়াসিম আকরাম

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
বোলিংয়ে সুইং সামর্থ্যের কারণে সারা বিশ্বে সমাদৃত পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। খেলোয়াড়ি জীবনে ‘সুলতান অব সুইং’ নামেই ডাকা হতো তাঁকে।
বর্তমান প্রজন্মের অসংখ্য বোলারই অনুসরণ করেন ওয়াসিমকে। তেমনই একজন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ওয়াসিমকে দেখেই সুইং রপ্ত করেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই পেসার।

সম্প্রতি বোল্ট বলেন, ‘আমার অনেক আইডল আছে। কিন্তু এই মানুষটি (ওয়াসিম আকরাম) নিঃসন্দেহে সুইং বলের ক্ষেত্রে আমার প্রধান অনুপ্রেরণা। ওয়াসিম আকরাম যেভাবে বলকে বাঁক খাওয়াতে পারতেন, আর কেউই সেভাবে পারবে না।’
ওভারের ছয়টি বল ছয় ভাবে সাজাতে পারতেন ওয়াসিম। তাঁর বোলিংয়ে সবসময়ই বাড়তি শক্তি যোগ করেছে সুইং পারদর্শিতা। ভালো ভালো রিভার্স সুইংয়েও সেই সময়ের সেরা ব্যাটসম্যানদের কুপোকাত করেছেন ওয়াসিম।
বাঁহাতি এই পেসার পাকিস্তানের হয়ে ১০৪ টেস্টে ২৩.৬২ গড়ে উইকেট নিয়েছেন ৪১৪টি। এছাড়া ৩৫৬টি ওয়ানডেতে ২৩.৫২ গড়ে ৫০২টি উইকেট শিকার করেছেন তিনি। ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ওয়াসিম।
আইপিএল খেলতে গিয়ে বেশ কয়েকবার ওয়াসিমকে কাছে পেয়েছেন বোল্ট। গুরুর কাছ থেকে দীক্ষা নিতে ভুল করেননি তিনি।