নিজ দেশের ক্রিকেট নিয়ে শঙ্কিত ডি ককরা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাকালে আর্থিক দিক থেকে বেশ বিপাকে পড়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। দীর্ঘ দিন ধরে ক্রিকেট খেলা বন্ধ থাকায় কার্যত বেকার অবস্থায় দিনাতিপাত করছেন অনেক খেলোয়াড়।
এমতাবস্থায় দেশের ক্রিকেটকে বাঁচানোর জন্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কাছে আর্জি জানিয়েছেন পুরুষ এবং নারী দলের ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসএসিএ) মাধ্যমে বোর্ডের কাছে একটি বিবৃতি দিয়েছেন তাঁরা।

৩০ জনের এই তালিকায় রয়েছেন পুরুষ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক এবং নারী দলের অলরাউন্ডার ড্যান ফন নাইকার্ক। এসএসিএর সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘দ্রুতই ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) কোনো পদক্ষেপ না নিলে প্রোটিয়া ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।'
বর্তমানে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে ব্যক্তিস্বার্থের বিষয়টি বড় করে দেখা হচ্ছে বেশি বলে উল্লেখ করা হয় ক্রিকেটারদের দেয়া সেই বিবৃতিতে। এই পরিস্থিতিতে দ্রুত সুষ্ঠু পদক্ষেপ নেয়া না হলে অপূরণীয় ক্ষতির মুখে পড়বে দেশের ক্রিকেট বলে আশঙ্কা করছেন প্রোটিয়া খেলোয়াড়েরা।
বিবৃতিতে আরো লিখা হয়েছে, 'অব্যাহতি, পদত্যাগ, বহিষ্কার, ফরেনসিক অডিট, তথ্য ফাঁস, মামলা-মোকদ্দমা, অর্থনৈতিক অব্যবস্থাপনাই এখন নিত্য শিরোনাম হচ্ছে। আর দেশের ক্রিকেটের অর্থনৈতিক অবস্থা যখন হুমকির মুখে আছে, তখনই এসব খবর শোনা যাচ্ছে। ক্রিকেট এবং সুশাসনের চেয়ে রাজনীতি এবং ব্যক্তি স্বার্থ বড় হয়ে দেখা দিচ্ছে। সব সিদ্ধান্ত কেবল ক্রিকেটের ভালোর জন্যই নিতে হবে, সেটা না করতে পারলে আমাদের ভালোবাসার এই খেলা অপূরণীয় ক্ষতির মুখে পড়বে।'