টাইগারদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে মুখিয়ে ম্যাকমিলান

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আগামী মাসেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ব্যাটিং পরামর্শক ক্রেইগ ম্যাকমিলান। টাইগারদের সঙ্গে কাজ শুরু করার আগে ইএসপিএনক্রিকইনফোকে নিজের প্রাথমিক লক্ষ্য জানিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক এই তারকা ব্যাটসম্যান।
বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে শুরুতেই সুসম্পর্ক স্থাপন করতে চান ম্যাকমিলান। এর মাধ্যমেই ব্যাটসম্যানদের দুর্বলতা এবং সক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়ার প্রত্যাশা করছেন তিনি। পাশাপাশি ক্রিকেটারদের গেম প্ল্যান আমূল না পাল্টে ছোট ছোট পরিসরে পরিবর্তন আনার পক্ষে এই কিউই।

ম্যাকমিলান বলেছেন, 'প্রথমে আমার যেটা করতে হবে সেটা হলো ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। আমি সেটা করার জন্য আসলেই মুখিয়ে আছি। আমি কিছু ক্রিকেটারকে চিনি যারা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে, তবে সেটাও খুব একটা না। আমি আসার সঙ্গে সঙ্গে টেকনিকে তেমন পরিবর্তন আনবো না। এটা আমার প্রথম কাজ নয়। আমার কাজ হবে ওদের (ক্রিকেটারদের) গেম প্ল্যানের সঙ্গে কিছু ছোট টেকনিক যোগ করা এবং সেগুলোই সাফল্য বয়ে আনতে সাহায্য করবে।'
কিছুদিন আগেই পরিবারিক কারণে বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব ছাড়েন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার নিল ম্যাকেঞ্জি। এরপরই নতুন পরামর্শক হিসেবে ম্যাকমিলানের নাম শোনা গিয়েছিল। অবশেষে সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে ২৫ আগস্ট এই কিউইকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০১৯ বিশ্বকাপের পর নিউজিল্যান্ড দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়েন ৪৩ বছর বয়সী ম্যাকমিলান। তাঁর তত্ত্বাবধানে ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের ফাইনালে খেলেছে নিউজিল্যান্ড। কোচ হিসেবে অভিজ্ঞতার বিচারে খুব একটা পিছিয়ে নেই তিনি।