স্বপ্ন পূরণের আতিশয্যে রোমাঞ্চিত হায়দার

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মাত্র ১৯ বছর বয়সে পাকিস্??ানের হয়ে খেলার সুযোগ সৃষ্টি হয়েছে হায়দার আলীর। ইংল্যান্ডের বিপক্ষে আজ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
অন্যান্য ক্রিকেটারদের মতো জাতীয় দলে খেলার আজীবনের লালিত স্বপ্ন ছিল হায়দারেরও। স্কোয়াডে ডাক পএয়ে সেই স্বপ্ন পূরণের দোরগোড়ায় পৌঁছে গেছেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন এই তরুণ।

হায়দার বলেন, ‘এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। প্রতিটি তরুণ ক্রিকেটারের এখানে আসার ইচ্ছে থাকে। এটা আমার প্রথম সফর। যদিও পিএসএলে প্রতিষ্ঠিত ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছি। তবে পাকিস্তান ড্রেসিংরুমে একসঙ্গে থাকাটা আলাদা অভিজ্ঞতা।’
প্রতিভাবান এই তরুণের প্রতি আস্থা রাখছেন পাকিস্তান দলের ব্যাটিং কোচ ইউনিস খানও। তাঁর বিশ্বাস নিজের দায়িত্ব সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল হায়দার। একই সঙ্গে তাঁর রয়েছে শেখার প্রচুর আগ্রহও। সেকারণেই দেশের হয়ে তিন ফরম্যাটে খেলার সামর্থ্য আছে তাঁর বলে মনে করেন ইউনিস।
হায়দার সম্পর্কে তিনি বলেন, 'হায়দারের মধ্যে তরুণ খেলোয়াড় থেকে তারকা হওয়ার ইচ্ছেশক্তি এবং সক্ষমতাটা আছে। তার মধ্যে এই তেজ আছে, সে সবসময়ই শিখতে চায়। আমার বিশ্বাস পাকিস্তান দলের ভবিষ্যত তারকা হবে সে। সুযোগ পেলে পারফর্ম করবে। সে শক্তিশালী এবং ফিটনেসেও দিনকে দিন উন্নতি করছে। তার সামনে উজ্জ্বল ভবিষ্যত। পাকিস্তানের হয়ে তিন ফরমেটে খেলার সামর্থ্য আছে।’
প্রথম শ্রেণির ক্রিকেটে ২০১৯-২০ মৌসুমে ৪৯.৬৫ গড়ে ৬৪৫ রান সংগ্রহ করেন হায়দার। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসরে ১৫৮.২৭ স্ট্রাইকরেটে ২৩৯ রান করেন তিনি। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসরেও দারুণ খেলেছেন মারকুটে এই ব্যাটসম্যান।