promotional_ad

মিসবাহকে সরিয়ে দেয়ার খবর ভিত্তিহীন!

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল চলমান ইংল্যান্ড সফর শেষেই পাকিস্তানের প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দেয়া হবে মিসবাহ উল হককে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাত দিয়ে এমনটা জানিয়েছিল একটি সূত্র। 


তবে সেই খবরটিকে ভিত্তিহীন হিসেবে উল্লেখ করেছে পাকিস্তানের জনপ্রিয় দৈনিক ডন। পিসিবিরই আরেকটি সূত্র তাদেরকে বিষয়টি নিশ্চিত করেছে। সেখান থেকে জানা গেছে মিসবাহকে সরানোর কোনো প্রকার পরিকল্পনাই নাকি আপাতত নেই বোর্ডের।



promotional_ad

শুধু তাই নয়, মিসবাহকে সরানোর দাবিটিও পুরোপুরি ভিত্তিহীন বলে জানানো হয়েছে।  সূত্রটির বরাত দিয়ে ডন লিখেছে, ‘আমরা এটা (মিসবাহকে নির্বাচক থেকে সরিয়ে দেয়া) নিয়ে কোন আলোচনা করিনি। আমাদের পরিকল্পনাতেও এই বিষয়টা নেই। সম্পূর্ণ ভিত্তিহীন একটা খবর।’


কিছুদিন আগে প্রেস ট্রাষ্ট অব ইন্ডিয়া (পিটিআই) পিসিবির একটি সূত্রের বরাত দিয়ে লিখেছিল, 'পিসিবি মনে করছে মিসবাহর উপর থেকে এই বাড়তি বোঝা সরিয়ে ফেলা উচিত এবং তাঁকে প্রধান কোচের দায়িত্ব ভালোভাবে পালন করতে দেয়া উচিত। কারণ আগামী তিন বছরের মধ্যে বেশ কয়েকটি আইসিসি ইভেন্ট রয়েছে।'


গত বছর একই সঙ্গে প্রধান কোচ এবং প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হয় মিসবাহ উল হককে। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে দুটি দায়িত্বে মনোনীত হন দেশটির সাবেক এই অধিনায়ক। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball