promotional_ad

ক্রলির ডাবল সেঞ্চুরিতে রান পাহাড়ে ইংল্যান্ড

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগের দিনই ডাবল সেঞ্চুরির ইঙ্গিত দিচ্ছিলেন জ্যাক ক্রলি। ২২ বছর বয়সি এই ব্যাটসম্যান সেটা করেও দেখালেন। সাউদাম্পটনে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরি বানিয়ে এগিয়ে গেলেন ট্রিপল সেঞ্চুরির দিকে। যদিও শেষ পর্যন্ত ২৬৭ রানে থেমেছেন তিনি। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করেছে আট উইকেটে ৫৮৩ রান। 


আসাদ শফিকের বলে ফিরে যাওয়ার আগে ক্রলি খেলেন ৩৯৩ বল, চার হাঁকান ৩৪টি। অসাধারণ ইনিংসে ছিল একটি ছয়ের মারও। ক্রলির পাশাপাশি জস বাটলারও ছিলেন সরব।



promotional_ad

আগের দিন সেঞ্চুরির পথে থাকা বাটলার এদিন সেঞ্চুরি তুলে নিতে কোনও ভুল করেননি। তাঁর ব্যাটে আসে ১৩ চার ও দুই ১৫২ রান। এই দুজনের জুটি দলের রানের খাতায় যোগ করে ৩৫৯ রান।


এই দুজন ফিরলেও বেশ আগ্রহের সঙ্গে ব্যাট চালিয়েছে ইংল্যান্ডের লোয়ার অর্ডার। অলরাউন্ডার ক্রিস ওকস করেন ৪০ রান। ডম বেস অপরাজিত ছিলেন ২৭ রানে। স্টুয়ার্ট ব্রড করেন ১৫ রান।


জবাবে ব্যাটিং করতে নেমে জেমস অ্যান্ডারসনের তোপের মুখে পড়েছে পাকিস্তান। ২৪ রান তুলতেই হারিয়েছে তিনটি উইকেট। একে একে শান মাসুদ (৪), আবিদ আলী (১) ও বাবর আজমকে (১১) ফিরিয়েছেন অ্যান্ডারসন।



উইকেটে আছেন পাক অধিনায়ক আজহার আলী (৪*)। পাকিস্তান পিছিয়ে আছে ৫৫৯ রানে। ফলোঅন এড়াতে পাকিস্তানের প্রয়োজন ৩৬০ রান।


দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড প্রথম ইনিংস: ৫৮৩/৮ (ইনিংস ঘোষণা) (১৫৪.৪ ওভার)
(ক্রলি ২৬৭, বাটলার ১৫২; ফাওয়াদ ২/৪৬)
পাকিস্তান প্রথম ইনিংস: ২৪/৩ (১০.৫ ওভার)
(বাবর ১১, আজহার ৪*; অ্যান্ডারসন ৩/১৩)
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball