promotional_ad

ক্যারিয়ার সেরা অনুভূতির ছোঁয়া পেলেন ক্রলি

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের বিপক্ষে সাউদাম্পটনে টেস্টের প্রথমদিনেই আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন জ্যাক ক্রলি। সেঞ্চুরি হাঁকিয়ে ডাবল সেঞ্চুরির দিকে ছুটছেন তিনি। ২২ বছর বয়সি ডানহাতি এই ব্যাটসম্যান ক্যারিয়ারের রোমাঞ্চকর এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।


প্রথম দিন শেষে ক্রলি বলেন, 'ক্রিকেট মাঠে এটা আমার সেরা অনুভূতি। আশা করি আরও সেঞ্চুরি করতে পারব। ব্যালকনি থেকে দাঁড়িয়ে সবাই যখন হাততালি দিচ্ছিল, তখন আমি আমার পুরো ক্রিকেট ক্যারিয়ারকে রোমন্থন করছিলাম।'



promotional_ad

প্রথম দিন শেষে সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন ক্রলির সঙ্গী জস বাটলার। এই দুই ব্যাটসম্যানের নৈপুণ্যে প্রথম দিন শেষে ইংল্যান্ড সংগ্রহ করেছে চার উইকেটে ৩৩২ রান।


অথচ দিনের শুরুটা ছিল পাকিস্তানের। দলীয় ১২৪ রানের মধ্যে ইংলিশ টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে বিদায় করে পাক বোলাররা। সেখান থেকে দেখেশুনে খেলে ২০৫ রানের দারুণ এক অবিচ্ছিন্ন জুটি গড়েছেন ক্রলি ও বাটলার।


২৬৯ বলে ১৭১ রানে ব্যাটিংয়ে আছেন ক্রলি। ইনিংসে আছে ১৯টি চারের মার। বাটলার আছেন ৮৭ রানে।



ক্রলি আরও বলেন, 'যখন ৯১ রানে ছিলাম, তখন খুবই চাপে ছিলাম। অবশ্য জসের (জস বাটলার) কাছে মনেই হয়নি যে আমি চাপে ছিলাম। এর মানে হচ্ছে আমি চাপ খুব ভালোভাবেই লুকিয়েছি।


জসের সঙ্গে ব্যাটিং দারুণ ছিল। সে খুব ঠাণ্ডা মাথার একজন। সে সবসময় আপনাকে বলবে ব্যাট চালিয়ে যেতে। এভাবেই আমরা আজকে দারুণ একটি জুটি গড়েছি।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball