আরেকটি 'প্রথমের' অপেক্ষায় অ্যান্ডারসন

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সফরকারী পাকিস্তানের বিপক্ষে শুক্রবার (২১ আগস্ট) সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামছে ইংল্যান্ড। আর এই টেস্টকে সামনে রেখে অভূতপূর্ব একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন তারকা পেসার জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেসার হিসেবে ৬০০ উইকেটের দ্বারপ্রান্তে আছেন তিনি।
এখন পর্যন্ত ১৫৫ টেস্টে ২৬.৯৪ গড়ে ৫৯৩ উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন। চলমান সিরিজ শুরু হওয়ার আগে তাঁর উইকেট সংখ্যা ছিল ৫৮৯টি। ম্যানচেস্টারে অনুষ্ঠিত প্রথম টেস্টে একটি উইকেট পাওয়া এই ডানহাতি পেসার সাউদাম্পটনে নেন তিনটি উইকেট। তবে বৃষ্টির কারণে সে ম্যাচে দ্বিতীয় ইনিংসে বোলিং করার সুযোগ হয়নি অ্যান্ডারসনের।

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে আছেন শ্রীলঙ্কার কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালিধরন। ১৩৩ ম্যাচে ২২.৭২ গড়ে তাঁর শিকার ৮০০ উইকেট। এরপর তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছেন যথাক্রমে আরো দুই স্পিনার শেন ওয়ার্ন ও অনিল কুম্বলে।
অস্ট্রেলিয়ান কিংবদন্তী লেগ স্পিনার ওয়ার্ন ১৪৫ ম্যাচে ২৫.৪১ গড়ে ৭০৮ উইকেট শিকার করেন। আর ভারতের অন্যতম সেরা স্পিনার কুম্বলে ১৩২ টেস্টে ২৯.৬৫ গড়ে ৬১৯ উইকেটের মালিক। কুম্বলের পরেই তালিকার চার নম্বরে রয়েছেন অ্যান্ডারসন। যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে দ্রুতই হয়তো ভারতীয় কিংবদন্তীকে টপকে তিন নম্বর স্থানটিও দখলে নেবেন তিনি।
নিজ দেশের হয়ে অবশ্য এরই মধ্যে শীর্ষে উঠে এসেছেন অ্যান্ডারসন। তালিকাতে তাঁর পরবর্তী স্থানে রয়েছেন আরেক পেসার স্টুয়ার্ট ব্রড। ১৪২ টেস্টে ২৭.৬৮ গড়ে ৫১১ উইকেটের মালিক তিনি। এরপর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানগুলো দখলে রেখেছেন যথাক্রমে ইয়ান বোথাম, বল উইলিস ও ফ্রেড ট্রুম্যান।
১৯৯২ সালে অবসর নেয়া বোথাম ১০২ টেস্টে ২৮.৪০ গড়ে ৩৮৩ উইকেট শিকার করেন। অপরদিকে কিংবদন্তী ডানহাতি পেসার উইলিস ৯০ টেস্টে ২৫.২০ গড়ে ৩২৫ উইকেট নেন। আর ১৯৬৫ সালে ক্রিকেটকে বিদায় জানানো ট্রুম্যান ৬৭টি টেস্টে ২১.৫৭ গড়ে ৩০৭টি উইকেটের মালিক।