ভারতে ক্রিকেট খেলার পরিবেশ ভয়ঙ্কর: ইমরান খান

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের মাটিতে শীঘ্রই কোনো দ্বিপাক্ষিক খেলা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির সাবেক এই অধিনায়কের মতে ভারতের রাজনৈতিক অবস্থা মোটেই পাকিস্তানের অনুকূলে নয়। আর সেকারণে সেখানে ক্রিকেট খেলতে যাওয়া অসম্ভব।
ভারত এবং পাকিস্তানের দ্বৈরথটা বেশ পুরনো। দুই দেশের রাজনৈতিক অস্থিরতা সেই সম্পর্ক আরো তিক্ত করে তুলছে দিনের পর দিন। ইমরান খানের বিশ্বাস ভারতের বর্তমান সরকার যতদিন ক্ষমতায় আছেন ততদিন অন্তত সেখানে ক্রিকেট খেলা হবে না পাকিস্তানের।

স্কাই স্পোর্টসের একটি তথ্যচিত্রে বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, 'বর্তমান পরিবেশে ভারতের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে আমি যা শুধু ভাবতে পারি, তাহলো ও দেশে এখন যে সরকার ক্ষমতায় আছে তাতে করে ভারতে দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ খেলার জন্য যে পরিবেশ বিরাজমান তা ভয়ঙ্কর।'
নিজের ক্রিকেট ক্যারিয়ারে দুই বার ভারত সফরের অভিজ্ঞতা রয়েছে ইমরান খানের। প্রথমবার ১৯৭৯ সালে আর দ্বিতীয়বার ১৯৮৭ সালে ভারতের মাটিতে খেলেছেন তিনি। প্রথমবারের সফরে ভারতের দর্শকরা মন জয় করে নিয়েছিল ইমরানের। যদিও ১৯৭৯ সালে ঠিক উল্টো অভিজ্ঞতাই হয়েছে তাঁর। সেটিও সেই রাজনৈতিক বৈরিতার কারণেই।
সেই অভিজ্ঞতা জানিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতে প্রচুর দর্শক হয়েছে, দুই দেশের সরকার চেষ্টা করেছে যাবতীয় বাধা দূর করে ভালো পরিবেশ সৃষ্টি করতে। ১৯৭৯ সালে দুই দলের ক্রিকেটেরই তারিফ করতে দেখেছি দর্শকদের। তবে ১৯৮৭ সালে আমি যখন অধিনায়ক হয়ে ভারত সফর করি, তখন কিন্তু খুব ভালো পরিবেশ পাইনি। দর্শকদের মধ্যে অনেক অসহিষ্ণুতা লক্ষ্য করেছি, কারণ তখন দুই দেশের সরকারের মধ্যে চলছিল টানাপোড়েন।’