ক্রিকেটারদের ক্ষতি করছে ইমরান, বিস্ফোরক মন্তব্য মিয়াঁদাদের

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান ক্রিকেটের ক্ষতি সাধনে অগ্রণী ভূমিকা পালন করছেন ইমরান খান। সম্প্রতি এমনই বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এসেছেন দেশটির কিংবদন্তী ব্যাটসম্যান এবং সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ।
মূলত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বেশ কিছু ব্যাপারে প্রধানমন্ত্রী ইমরান খান হস্তক্ষেপ করায় চটেছেন 'বড়ে মিয়াঁ'। তাঁর মতে পিসিবির কার্যক্রমে হস্তক্ষেপ করে ক্রিকেটারদের প্রতিভা বিকাশের অন্তরায় হয়ে উঠেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান। মিয়াঁদাদ আরো অভিযোগ করেন দেশের ডিপার্টমেন্টাল ক্রিকেট বন্ধ করে দিয়ে ক্রিকেটারদের রুজি রোজগারও বন্ধ করে দিয়েছেন ইমরান।

নিজের ইউটিউব চ্যানেলে ইমরান খানকে উদ্দেশ্য করে মিয়াঁদাদ বলেন, ‘আমি তোমার অধিনায়ক ছিলাম। আমি তোমাকে গড়ে তুলেছি। তুমি ভাবো, তুমি একাই ক্রিকেট বোঝো, বাকিরা বোঝে না। পিসিবিতে যাদের রেখেছ, তারা ক্রিকেট সম্পর্কে কী বোঝে, দেরি হয়ে যাওয়ার আগেই তা একটু ভাবো।
মিয়াঁদাদ আরো বলেন, 'ইমরান খান নিজেও ডিপার্টমেন্টাল ক্রিকেট খেলেছে। শোয়েব মালিক, বাবর আজম, ফাওয়াদ আলমের মতো ক্রিকেটাররাও এই টুর্নামেন্ট খেলে জাতীয় দলে সুযোগ পেয়েছে। এখানে খেলে অনেক ক্রিকেটার চাকরি পেত। কিন্তু ইমরান খান এবার সেটা বন্ধ করে দিয়েছে। যা পারছে ও করছে। নিজে একজন ক্রিকেটার হয়ে ও ক্রিকেটারদের ক্ষতি করছে।’
এখানেই অবশ্য ক্ষান্ত দেননি মিয়াঁদাদ। দেশের ক্রিকেটের এমন ক্ষতি কিছুতেই মেনে নেবেন না বলেও প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন তিনি। একই সঙ্গে বোর্ডের কোনো কর্মকর্তাই ক্রিকেট সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন না বলেও মন্তব্য করেন এই কিংবদন্তী ক্রিকেটার। তিনি বলেন, ‘পিসিবির কোনো কর্তারই ক্রিকেটের এবিসি জানে না। ব্যক্তিগতভাবে আমি ইমরানের সঙ্গে এই বিষয়ে কথা বলব। দেশের ক্রিকেটের পক্ষে ক্ষতিকর এমন কাউকেই ছাড়বো না আমি।’
ইমরান খান এবং জাভেদ মিয়াঁদাদ দুইজনই ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের সদস্য। মিয়াঁদাদের অধীনেও এর আগে অনেকবার খেলেছেন ইমরান। খেলোয়াড়ি জীবন শেষে রাজনীতির পথ বেঁছে নিয়েছেন সাবেক এই অধিনায়ক। বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।