promotional_ad

বাটলারকে 'পূর্ণাঙ্গ প্যাকেজ' আখ্যা দিলেন ওয়ার্ন

ফাইল ফটো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জস বাটলার এবং ক্রিস ওকসের ব্যাটে রীতিমতো হারতে বসা ম্যাচ জিতে নিয়েছে ইংল্যান্ড। ম্যানচেস্টার টেস্টে বাটলারের এমন পারফরম্যান্স মনে ধরেছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের। উইকেটরক্ষক ব্যাটসম্যান বাটলারকে দলের 'পূর্ণাঙ্গ প্যাকেজ' বলে মন্তব্য করেছেন তিনি।


স্কাই স্পোর্টসে ওয়ার্ন বলেন, 'সবসময় তার দলে থাকা উচিত। সে খুবই দারুণ এবং নির্ভরযোগ্য কিপার। অবশ্যই মাঝে মধ্যে কিছু বাজে দিন আসতেই পারে। সেখানে কাজটা সহজ ছিল না এটাও বলতে হবে।



promotional_ad

আমি মনে করি জসের সবসময় দলে থাকা উচিত। কারণ ব্যাটিংয়ে তার দারুণ সামর্থ্য। এরপর আসে তার কিপিং। দলের মধ্যে সে একজন ভালো নেতা। বেশ চুপচাপ স্বভাবের। সে একজন পূর্ণাঙ্গ প্যাকেজ।'


ইংল্যান্ডের সামনে ২৭৭ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় পাকিস্তান। এই লক্ষ্য অতিক্রম করতে হলে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহের তোপ ও ইয়াসির শাহর ঘূর্ণি সামলেই এগিয়ে যেতে হবে ইংল্যান্ডকে। এমন অবস্থায় ১১৭ রান তুলতেই পাঁচ উইকেট হারায় স্বাগতিকরা।
 
চাপের মুখে বাটলারের ব্যাটে আসে ৭৫ রান। অলরাউন্ডার ওকস করেন হার না মানা ৮৪ রান। তাদের জুটি দলের রানের খাতায় যোগ করে ১৩৯ রান। তিন উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে যায় ইংল্যান্ড। সিরিজেও তারা এগিয়ে যায় ১-০ ব্যবধানে।


১০১ বলে খেলা বাটলারের এমন ইনিংস অবশ্য কোনও অবস্থাতেই সহজ ছিল না। একে তো পাকিস্তানের বোলারদের দাপুটে পারফরম্যান্স, তার ওপর সাম্প্রতিক সময়ে ফর্মেও ছিলেন না বাটলার।



ওয়ার্ন আরও বলেন, 'তার খেলা সত্যি আমাকে মুগ্ধ করেছে। অবশ্যই সে নিজের ওপর বিশ্বাস রেখেছে। বলেছে, 'আমিই হবো সেই ব্যক্তি, যে কাজটি শেষ করতে যাচ্ছি'। তার খেলা অন্য প্রান্তে ওকসকে সহায়তা করেছে।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball