করোনাকালে ২৫ নারী ক্রিকেটারের পাশে পিসিবি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া ২৫ জন নারী ক্রিকেটারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর্থিকভাবে অসচ্ছল এবং দেশকে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়রা এই পরিকল্পনার আওতায় থাকবে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

পরিকল্পনা অনুযায়ী এসকল ক্রিকেটারদের মাসিক ২৫ হাজার রূপি করে প্রদান করা হবে। তবে বোর্ডের চুক্তিভুক্ত নারী ক্রিকেটাররা আপাতত এই আর্থিক সহায়তা পাবেন না। পিসিবির নারী উইংয়ের প্রধান উরজ মুমতাজ খান এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন।
এই প্রসঙ্গে মুমতাজ বলেন, 'কোভিড-১৯ মহামারী গোটা বিশ্বের নারী ক্রিকেটারদের থমকে দিয়েছে। এটি আমাদের নারী ক্রিকেটারদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তাঁদের (নারী ক্রিকেটার) অনেকেই পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি।'
পিসিবির এই উদ্যোগ নারী ক্রিকেটারদের উজ্জীবিত করবে বলেও বিশ্বাস করেন মুমতাজ। তাঁর ভাষ্যমতে, 'যেহেতু নারীদের ক্রিকেট ধারাবাহিক উন্নতির পথে আছে, তাই পিসিবির জন্য এই পরিকল্পনা হাতে নেয়া অত্যাবশ্যকীয় ছিল। এই স্কিম চালু করার কারণ শুধু তাদের (নারী) সাপোর্ট দেয়া নয়, পাশাপাশি তারা যেন এতে বুঝতে পারে যে পিসিবি ক্রিকেটারদের মূল্যায়ন করে এবং কঠিন সময়ে আমরা ওদের পাশে আছি।'
এই সহায়তা কারা পাচ্ছেন সেটিও উল্লেখ করেছেন নারী উইংয়ের এই প্রধান। তিনি বলেন, '২০১৯-২০ মৌসুমে ৪৮ জন খেলোয়াড় ঘরোয়া লিগে নিবন্ধন করেছিল। তাদের মধ্যে ২৫ জন এই সহায়তা পাওয়ার দাবি রাখে। বাকি ক্রিকেটাররা পিসিবির চুক্তিভুক্ত কিংবা অন্য কাজে জড়িত।'