promotional_ad

ভালোবেসে যুবরাজের পিঠ ভাঙেন শোয়েব আখতার!

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


খেলোয়াড়ি জীবনে যথেষ্ট আক্রমণাত্মক ছিলেন শোয়েব আখতার। পাকিস্তানের এই তারকা পেসার শুধু বল হাতে ঝড় তুলেই নয়, বরং বেশ কয়েকবার আলোচনায় এসেছেন মাঠে সতীর্থ এবং প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে ঝামেলায় জড়িয়ে। 


তবে মাঠের বাইরে একেবারেই যেন ভিন্ন চরিত্রের অধিকারী রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। যেখানে তাঁর ভালোবাসায় সিক্ত হয়েছেন অনেক ক্রিকেটারই। অবশ্য মজার ব্যাপার হলো গতি দিয়ে প্রতিপক্ষকে কাবু করা শোয়েবের ভালোবাসার বহিঃপ্রকাশের ধরনটি ছিল একেবারেই বুনো। সেই ভালোবাসা থেকেই নাকি মাঠের বাইরে মারামারি, ধস্তাধস্তিতে লিপ্ত হতেন তিনি! 
সম্প্রতি বিবিসির দুসরা পডকাস্ট অনুষ্ঠানে নিজেই এমনটাই জানিয়েছেন শোয়েব। তিনি বলেন, 'কুস্তি মানে আমার কাছে কোনো লড়াই ছিল না, এটি ছিল আসলে লোকের প্রতি আমার ভালোবাসা প্রকাশের মাধ্যম। সত্যি বলতে, সীমা ছাড়িয়েই ফেলতাম। আমি যখন কাউকে পছন্দ করি, তাকে তুলে ছুঁড়ে মারি!'



promotional_ad

ভালোবাসার আতিশয্যে ভারতের অলরাউন্ডার যুবরাজ সিংয়ের পিঠও ভেঙে দিয়েছিলেন শোয়েব, শুধু তাই নয় পাকিস্তানের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক এবং সতীর্থ শহীদ আফ্রিদির পাঁজরে পর্যন্ত আঘাত করেন ৪৪ বছর বয়সী এই ডানহাতি পেসার। 


শোয়েবের ভাষায়, 'যুবরাজের পিঠ ভেঙে দিয়েছি আমি, এর আগে শহিদ আফ্রিদিকে জড়িয়ে ধরে পাঁজর ভেঙে ফেলেছি, আব্দুল রাজ্জাকের হ্যামস্ট্রিংয়ে একটু বেশিই টান লাগাতে বাধ্য করেছি। মানুষের প্রতি আমার ভালোবাসা প্রকাশের ধরনটিই বুনো। তরুণ বয়সে একটু নির্বোধ ছিলাম, নিজের শক্তি সম্পর্কেও ধারণা ছিল না।'


ক্যারিয়ারের সতীর্থদের সঙ্গে একাধিকবার ঝামেলায় জড়ালেও তাঁদের প্রতি কোনো বিদ্বেষ নেই শোয়েবের। তিনি বলেন, 'ক্যারিয়ারে দু-একবার ঝামেলা জড়িয়েছি সতীর্থদের সঙ্গে, তবে এমনিতে দলের সঙ্গে সম্পর্ক উপভোগই করেছি আমি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে হয়তো নয়, তবে সতীর্থদের সঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছি।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball