পন্টিংয়ের চাইতে ধোনিকে এগিয়ে রাখলেন আফ্রিদি

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
নিকট অতীতের সেরা দুই অধিনায়কের নাম বলতে গেলে অবশ্যই থাকবে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও ভারতের মহেন্দ্র সিং ধোনির নাম। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি অবশ্য এগিয়ে রাখছেন ধোনিকে।
টানা দুই বিশ্বকাপ জয়ে অস্ট্রেলিয়ার নেতৃত্বে ছিলেন পন্টিং। টেস্টেও সমানভাবে সেরা তিনি। ওয়ানডেতে ২৩০ ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে রেকর্ড ১৬৫ ম্যাচ জিতিয়েছেন পন্টিং। টেস্টে ৭৭ ম্যাচে জিতিয়েছেন ৪৮টি তে।

অপরদিকে ভারতের ক্রিকেটে ধোনি মানেই ভিন্ন কিছু! আইসিসির সবগুলো ট্রফিই ভারতকে পাইয়ে দিয়েছেন অধিনায়ক ধোনি। তাঁর নেতৃত্বে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে প্রথমবার যায় ভারত।\
সবমিলিয়ে ২০০ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ভারতকে ১১০টিতে জয় এনে দেন ধোনি। ৬০ টেস্ট ম্যাচের দলকে জেতান ২৭টি তে।
টুইটারে এক ভক্ত আফ্রিদিকে প্রশ্ন করেন পন্টিং এবং ধোনির মধ্যে কে সেরা। উত্তরে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার লেখেন, 'ধোনিকে আমি পন্টিংয়ের চেয়ে একটু এগিয়ে রাখি, কেননা সে তরুণদের নিয়ে নতুন একটি দল গড়ে তুলেছিল।'
ধোনির নেতৃত্ব ক্রিকেট বিশ্বের চোখে প্রথমে আসে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। অধিনায়কত্বের প্রথম যাত্রায় তারুণ্যনির্ভর দল নিয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়ে শিরোপা জেতেন ধোনি। আফ্রিদির পাকিস্তান সেই আসরে রানার আপ হয়েছিল।