promotional_ad

হাথুরুকে হারাতে ১৫ লাখ ডলারের আইনজীবী নিয়োগ!

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি বছরের শুরুর দিকে সম্মানহানি ও আর্থিক ক্ষতির অভিযোগ তুলে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) বিপক্ষে মামলা করেন চান্দিকা হাথুরুসিংহে। ক্ষতিপূরণ হিসেবে এসএলসির কাছে ৫০ লাখ ইউএস ডলার দাবি করেছেন তিনি। 


হাথুরুসিংহের করা সেই মামলার প্রেক্ষিতে দেশের প্রসিদ্ধ আইনজীবী রমেশ ডি সিলভাকে নিয়োগ দিয়েছে এসএলসি। এই মর্মে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে শ্রীলঙ্কার দৈনিক দ্য আইল্যান্ড। এর আগে কখনোই এত বেশি মূল্যের কোনো কেসের বিরুদ্ধে লড়াই করেনি এসএলসি। 



promotional_ad

বিপুল পরিমাণ অর্থের এই মামলাটি জিততে তাই অনেকটাই মরিয়া এসএলসি। আর সেকারণেই রমেশের মতো অভিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়েছে তারা। এক্ষেত্রে রমেশের পেছনে ১৫ লাখ ইউএস ডলার খরচ করতে হবে বোর্ডকে। 


একই সঙ্গে সবমিলিয়ে কেসটির সকল আইনি কার্যক্রম সম্পন্নের জন্য ৩৫ লাখ ইউএসডলার খরচ ধরা হয়েছে। যদিও বর্তমানে কেসটির সালিশি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে এসএলসি আশাবাদী দ্রুত কেসটি নিস্পত্তির জন্য পদক্ষেপ নিতে পারবে তারা। 


এর আগে ২০১৭ সালে ৪০ হাজার ইউএস ডলার বেতনে হাথুরুসিংহেকে নিয়োগ দেয় এসএলসি। কিন্তু ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে শ্রীলঙ্কা যাচ্ছেতাই পারফরম্যান্স করলে তাঁকে সরিয়ে দেয়ার নিরচেহ দেন খোদ দেশটির ক্রীড়া-মন্ত্রী।



চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এসএলসির সঙ্গে চুক্তির মেয়াদ ছিল হাথুরুর। এর আগেই ছাটাই করায় বোর্ডের সঙ্গে সম্পর্ক খারাপ হয় তাঁর। পরবর্তীতে আর্থিক ক্ষতির দায়ে মামলা করেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball