গাভাস্কারের ১০ হাজার রান, এখনের ১৫-১৬ হাজার!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান ধরা হয় সুনীল গাভাস্কারকে। বিশ্ব ক্রিকেটে তিনিই প্রথম টেস্টে ১০ হাজার রানের মাইলফলক গড়েছিলেন। গাভাস্কারের সেই রান এখনও অনন্য উচ্চতায় রয়েছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম–উল–হক।
তিনি জানিয়েছেন, গাভাস্কারের ১০ হাজার রান এই সময়ের ১৫–১৬ হাজার রানের সমতূল্য। গাভাস্কারের পর ১০ হাজারি ক???লাবে নাম লিখিয়েছেন আরও ১২ জন। ফলে এখনও গাভাস্কারের সেই কীর্তি অনেক বড় মনে করেন ইনজামাম।

নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেন, 'তাঁর সময়ে ও তাঁর আগেও কত বড় বড় খেলোয়াড় ছিলেন। কিন্তু জাভেদ মিয়াঁদাদ, ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্স, ডন ব্র্যাডম্যানরা ওই সংখ্যাটা ছোঁয়ার চিন্তাও করতে পারেননি। এমনকি আজকাল যেখানে বেশি বেশি টেস্ট ম্যাচ হচ্ছে তখনো খুব কম খেলোয়াড়েরই এই অর্জন আছে।'
বর্তমান সময়ে খেললে গাভাস্কারের রান আরও বেশি হতো বলে দাবি ইনজামামের, 'যদি জানতে চান তো বলি, সুনীলের ১০ হাজার রান এই সময়ের ১৫–১৬ হাজার রানের সমান। কম তো নয়ই আরও বেশিও হতে পারে। ফর্ম ভালো থাকলে আপনি এখন মৌসুমে ১০০০–১৫০০ রান অনায়াসেই করতে পারেন। কিন্তু সুনীল যখন খেলতেন পরিস্থিতি এমন ছিল না। আজকাল ব্যাটসম্যানদের রান করার জন্য নিখাদ ব্যাটিং উইকেট বানানো হয়। দর্শক বিনোদনের কথা চিন্তা করে আইসিসিও চায় ব্যাটসম্যানরা ভালো করুক।'
গাভাস্কার তার ক্যারিয়ারে ১২৫ টেস্টে ৫১.১২ গড়ে ১০১২২ রান করার পথে ৩৪টি সেঞ্চুরি করেছেন। ইনজামাম মনে করেন আগে উইকেট ব্যাটসম্যানদের জন্য এতোটা সহায়ক ছিল না। এ ছাড়া উপমহাদেশের বাইরে গিয়ে রান করাও অনেক কঠিন ছিল। গাভাস্কার প্রতিকূল পরিবেশে ব্যাটিং করেই এই রান করেছেন।
ইনজামামের ভাষ্য, 'অতীতে ব্যাট করার জন্য উইকেট এতো সহজ ছিল না। উপমহাদেশের বাইরে খেলাটা তো আরও কঠিন ছিল'। ক্যারিবিয়ানে গাভাস্কারের অসাধারণ রেকর্ডের কথা মনে করেই কথাটা বললেন ইনজামাম।