দশ মিলিয়ন পাউন্ড ক্ষতি হতে পারতো ইংল্যান্ডের!

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
নিয়ম ভঙ্গ করায় ম্যানচেষ্টার টেস্টে খেলতে পারছেন না জফরা আর্চার। করোনার এমন পরিস্থিতিতে আর্চারের জৈব সুরক্ষা নিয়ম ভঙ্গ করাটা অনেক বড় আর্থিক ক্ষতি বয়ে আনতে পারতো বলে মনে করছেন ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস।
করোনার প্রকোপের মধ্যে সিরিজ আয়োজন করতে ইতোমধ্যেই অনেক খরচ হয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)। কোনও কারণে আর্চার যদি করোনা সংক্রমিত হন এবং তাঁর মাধ্যমে যদি অন্য কোনও ক্রিকেটার ক্ষতিগ্রস্ত হয় তাহলে বড় রকমের ক্ষতির মুখে পড়তে পারতো ইসিবি- আশঙ্কা করছেন জাইলস।
সাবেক এই ক্রিকেটার বলেন, 'এখানে অনেক বিপদ হতে পারতো। তার ছোটো একটি কাজের জন্য আমরা দশ মিলিয়ন পাউন্ড ক্ষতিগ্রস্ত হতে পারতাম। আমার মনে হয় জফরা এভাবে একটুও ভাবেনি।

আমরা ক্রিকেটারদের কাছে কী চাই সেটা আগেই পরিষ্কার করেছি, যদিও সে এই ব্যাপারে কিছু বুঝতে পেরেছে- মনে হয় না।'
মূলত হোটেল রুম থেকে বের হয়ে নিজের বাড়িতে ঘুরে আসায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ শুরুর আড়াই ঘণ্টা আগে বাদ দেয়া হয়েছে আর্চারকে।
গুরুত্বপূর্ণ একটি নিয়ম ভঙ্গ করলেও আর্চারের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখছেন জাইলস। এই মুহূর্তে পাঁচ দিনের কোয়ারেন্টিনে থাকা আর্চারও বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষমা চেয়েছেন।
জাইলস বলেন, 'আমরা সবাই ভুল করে থাকি। জফরা এই বিষয়টি থেকে শিখবে বলে আশা করি। আমরা তাঁকে এই ব্যাপারে সাহায্য করব। আমার মনে হয় একটি ঘটনার পর বিশ্বাস জন্মানো বা বিশ্বাস হারানোর ব্যাপারটি আসে না।
জফরা বেশ কিছুদিন ধরেই দলে আছে। আমার সঙ্গে এবারই প্রথম তার সংঘর্ষ হয়েছে। সে দারুণ পরিশ্রমী এবং বিনয়ী। এবারই প্রথম সে বড় কোনও ভুল করল।'