বড় ধাক্কা খেলো ইংল্যান্ড, বলছেন নাসের-ভনরা

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
নিয়ম ভঙ্গ করায় ম্যানচেষ্টার টেস্টে খেলতে পারবেন না জফরা আর্চার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এরই মধ্যে ১-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে থাকা ইংল্যান্ডের জন্য এটাকে বড় ধাক্কা হিসেবেই দেখছেন স্বাগতিকদের দুই সাবেক অধিনায়ক মাইকেল ভন ও নাসের হুসেইন।
বিবিসি রেডিও ৫ কে ভন বলেন, 'ইংল্যান্ডের জন্য এটা অনেক বড় ধাক্কা। জফরা আর্চার দারুণ একজন ক্রিকেটার। ইংল্যান্ডের সিরিজে ফেরাটা কঠিন হয়ে গেল।'

প্রায় একই সময়ে স্কাই স্পোর্টসকে নাসের হুসেইন বলেন, 'এটা বড় ধাক্কা। জফরা ইতোমধ্যে ক্ষমা চেয়েছে। আসলে বর্তমান অবস্থাটাই অনেক ব্যতিক্রম। সে ভুল করেছে এবং সে অনুতপ্ত। কিছুক্ষণ আগে আমি মাঠে হেঁটে বেড়াচ্ছিলাম।
এমনটা আমি ২০ বছর ধরেই করছি। হুট করে আমি একটা ম্যাসেজ পেলাম, যেখানে লিখা আছে- 'আপনি মাঠে এভাবে হাঁটতে পারেন না, এটা নিয়মের মধ্যে নেই!'
মূলত করোনা ভাইরাসের জৈব সুরক্ষা নিয়ম ভঙ্গ করায় ম্যাচ শুরুর আড়াই ঘণ্টা আগে বাদ দেয়া হয়েছে আর্চারকে। নিজের এমন কাজের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আর্চার।
ইসিবি এক আনুষ্ঠানিক বিবৃতিতে আর্চারকে উধৃত করে লিখেছে, 'আমি যা করেছি তার জন্য দুঃখপ্রকাশ করছি। শুধু নিজেকে নয়, পুরো দল এবং টিম ম্যানেজম্যান্টকেও বিপদে ফেলে দিয়েছি।
আমার এই কাজের কারণে দেয়া সকল শাস্তি ও পদক্ষেপ মেনে নিচ্ছি। বায়ো সিকিউর বাবলে থাকা সকলের কাছে আমি ক্ষমা চাইছি। সিরিজের এই অবস্থায় বাদ পড়ার কষ্ট অনেক বেশি। আমার মনে হচ্ছে দুই দলকেই বিপদে ফেলেছি। আবারও ক্ষমা প্রার্থনা করছি।'