promotional_ad

বিপজ্জনক অবস্থায় আছেন ডম বেস

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে বলে লালার ব্যবহার নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর ফলে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন বোলাররা। বিশেষ করে সুইং পেতে পেসারদের ঘাম বেড়িয়ে যাচ্ছে।


স্পিনাররাও কম ঝামেলায় পড়েননি। পুরোনো বলে উইকেট তুলে নিতে তাদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।  সদ্য সমাপ্ত ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টেই এসবের প্রমাণ পাওয়া গেছে। ইংলিশ অফ স্পিনার ডম বেস বলছেন তিনি বিপজ্জনক অবস্থায় আছেন!


promotional_ad

তিনি বলেন, 'আমি উইকেট পাইনি, তবে এটা অন্যরকমও হতে পারত। এই মুহুর্তে পরিস্থিতিটা কীভাবে কাজে লাগানো যায়, সেটাই ভাবছি। জানি আমি বিপজ্জনক অবস্থায় আছি, কিন্তু মাঝে মধ্যে এরকম থাকাও ভালো। একজন স্পিনার হিসেবে কখনো আপনার সময় ভালো যাবে, কখনো আবার খারাপ। এটাই ক্রিকেটে।'


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউদাম্পটন টেস্টে বেস প্রথম ইনিংসে ৫১ রানে ২ উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে ছিলেন উইকেটশূন্য। প্রথম টেস্ট হেরে সিরিজে এমনিতেই পিছিয়ে গেছে স্বাগতিকরা। ফলে দ্বিতীয় টেস্টে বেসের জায়গা হবে কিনা সেটা নিয়েও ধোঁয়াশা রয়েছে। যদিও নিজের পারফরম্যান্সের চেয়ে বেসের চিন্তা বেশি দলীয় পারফরম্যান্স নিয়ে।


এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ হেরেও ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। এবারও সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পারফরম্যান্সকেই অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন বেস। তিনি বলেন, 'ইংল্যান্ডের ভালো শুরু না পাওয়ার রেকর্ড আছে। আমরা যদি দক্ষিণ আফ্রিকায় ঘুরে দাঁড়াতে পারি, এখানে না পারার কোনো কারণ নেই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball