অপেক্ষা বাড়লো উমর আকমলের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দুর্নীতি দমন বিরোধী বিধিমালা ভাঙায় ক্রিকেট থেকে ৩ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার উমর আকমল। নিষেধাজ্ঞা পেয়ে তাঁর বিরুদ্ধে আপিল করেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সোমবার (১৩ জুলাই) সেই আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। কিন্তু রায়ের জন্য তাঁকে আরও বেশ কিছুদিন করতে হবে অপেক্ষা।
সম্প্রতি উমর আকমলের রায়ের বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে।

পিসিবি এক বিবৃতিতে জানায়, ‘সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফকির মুহাম্মাদ খোখার দুই পক্ষের যুক্তি-তর্ক শুনেছেন। সেই প্রেক্ষিতে নিরপেক্ষ বিচারক হিসেবে নিজস্ব ক্ষমতা বলে তিনি রায় ঘোষণার জন্য সময় নিয়েছেন।’
গেল ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুইবার ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন করেছিলেন উমর। তবে পিসিবির আনা অভিযোগ অস্বীকার করেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। পরবর্তিতে তার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগও আনা হয়।
সেই ঘটনার প্রেক্ষিতে পিসিবির ডিসিপ্লিনারি প্যানেল উমর আকমলকে আইসিসির দুর্নীতি দমন বিরোধী বিধিমালার ২.৪.৪ ভাঙার অপরাধে তিন বছরের জন্য নিষিদ্ধ করে।