ফাইনাল বিক্রি : থারাঙ্গাকে জিজ্ঞাসাবাদ করবে লঙ্কান পুলিশ

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল নিয়ে সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগের তোলা অভিযোগকে গুরুত্ব দিচ্ছে শ্রীলঙ্কান সরকার। সাবেক মন্ত্রীর অভিযোগ, ২০১১ সালের ফাইনাল ম্যাচটি পাতানো ছিল। এই ব্যাপারে তদন্ত করতে গিয়ে উপুল থারাঙ্গার নাম উঠে এসেছে। এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করবে শ্রীলঙ্কান পুলিশ।
শ্রীলঙ্কার তখনকার দলের প্রধান নির্বাচক অরভিন্দ ডি সিলভাকে প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সেখানেই উঠে এসেছে বাঁহাতি ওপেনার উপুল থারাঙ্গার নাম। ২০১১ বিশ্বকাপে তিলকারত্নে দিলশানের সঙ্গে নিয়মিতই ইনিংস উদ্বোধন করতে নামতেন থারাঙ্গা।

মঙ্গলবার এই ব্যাপারে সংবাদ মাধ্যমে শ্রীলঙ্কার ক্রীড়া সম্পর্কিত এন্টি করাপশন ইউনিটের সুপারিটেন্ডেন্ট জগৎ ফনসেকা বলেন, 'আজ (মঙ্গলবার) আমরা ম্যাচ ফিক্সিং অভিযোগের তদন্ত শুরু করেছি। অরভিন্দ ডি সিলভার দেয়া জবানবন্দী নিয়েছি।
সেই থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই দলের খেলোয়াড় উপুল থারাঙ্গাকে আগামীকাল (বুধবার) জিজ্ঞাসাবাদ করব।'
ফনসেকা আরও জানান, তদন্তের বিষয়ে তারা ইতোমধ্যেই ইন্টিলিজেন্স রিপোর্ট নেয়া শুরু করেছেন। এর পাশাপাশি আন্তর্জাতিক সূত্র ধরেও বিষয়টি সমাধানের চেষ্টা করবেন তারা।
ম্যাচটি বিশ্বকাপের ফাইনাল হওয়ায় আরও বেশি গুরুত্ব পাচ্ছে তাদের কাছে। ভারতের বিপক্ষে ঐতিহাসিক ফাইনাল ম্যাচে ২০ বলে ২ রান করেন থারাঙ্গা।