promotional_ad

মনের সঙ্গে একাই লড়েছিলেন ডি ভিলিয়ার্স

ফাইল ফটো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় দক্ষিণ আফ্রিকার। বিশ্বকাপের কাছাকাছি গিয়েও তা ছুঁতে না পারাটা হতাশ করে তোলে সেবারের প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে। 


অনেক কষ্ট পেলেও কারো দ্বারস্থ হননি ডি ভিলিয়ার্স। মনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যান একাই। সম্প্রতি ক্রিকবাজের এক অনুষ্ঠানে এসব কথা তুলে ধরেন ডি ভিলিয়ার্স।


promotional_ad

তিনি বলেন, 'বিশ্বকাপ সেমিফাইনালের পর ১২ মাস আমার জন্য অনেক কঠিন ছিল। আমি অনুভব করেছি যে আমি তখন অনেক একা। তবে আপনি তখনই একা যখন আপনি কারো কাছ থেকে সাহায্য পাবেন না বা কারো সঙ্গে কথা বলবেন না। এই অবস্থায় আমার কোচ বা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে এটা নিয়ে কথা বলা দরকার ছিল।


আমি তাদের আমার আবেগ সম্পর্কে জানাতে পারতাম। যেসব বিষয় আমাকে পোড়ায় সেটা বলতে পারতাম। কিন্তু আমি বলিনি। এটা আমার অবস্থানকে নিচে নিয়ে যায়, যদিও আমি খেলা চালিয়ে যাচ্ছিলাম। আমি নিজে নিজে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। তারপরও আমি ভালো ব্যাটিং করছিলাম।'


২০১৫ বিশ্বকাপে দাপট দেখিয়ে সেমিফাইনাল পর্যন্ত উঠে প্রোটিয়ারা। বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে নির্ধারিত ৪৩ ওভারে ২৮১ রান করে তারা। ফাফ দু প্লেসির ব্যাটে আসে ৮২ রান। অপরাজিত ৬৫ রান করেন ডি ভিলিয়ার্স।


বৃষ্টি আইনে ৪৩ ওভারে নিউজিল্যান্ডের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ২৯৮ রানের। গ্র্যান্ট এলিয়টের অপরাজিত ৮৪ রানের সুবাদে চার উইকেট হাতে রেখেই এই লক্ষ্য তাড়া করে নিউজিল্যান্ড।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball