করোনা যুদ্ধে হার মানলেন দিল্লীর সাবেক ক্রিকেটার

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার সঙ্গে জীবন যুদ্ধে হেরে গেলেন ভারতের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ সঞ্জয় দোবাল। ৫৩ বছর বয়সে সোমবার সকালে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তাঁর পরিবারের সদস্যরা।
বিরেন্দর শেবাগ, গৌতম গম্ভির, মিঠুন মানহজের মতো দিল্লীর সুপরিচিত ক্রিকেটারদের একজন ছিলেন দোবাল। দাপটের সঙ্গে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেন এই অলরাউন্ডার। সনেট ক্রিকেট ক্লাবের মতো বিখ্যাত ক্লাবেও খেলেছেন তিনি।

খেলোয়াড়ি জীবনের শেষে কোচিং স্টাফে যোগ দেন দোবাল। দিল্লী অনূর্ধ্ব-২৩ দলের সহকারি স্টাফে ছিলেন তিনি।
এক সপ্তাহের বেশি সময় হাসপাতালে ছিলেন দোবাল। তাঁর রক্তে প্লাজমার পরিমাণ ক্রমশ কমে আসে। তাঁকে প্লাজমা দান করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে অনুরোধ করেন গম্ভির-মানহজরা। কিন্তু প্লাজমা পেলেও জীবন রক্ষা হয়নি তাঁর।
করোনা আক্রমণ করেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছে সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও স্পিনার নাজমুল ইসলাম অপু।