promotional_ad

করোনা আক্রান্ত ক্রিকেটারদের সাহায্য করছে না পিসিবি: ইনজামাম

ফাইল ফটো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনা আক্রান্ত ক্রিকেটারদের ঠিকমতো যত্ন নিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), এমনটা দাবি করেছেন ইনজামাম উল হক। পিসিবির সাবেক এই প্রধান নির্বাচক নিজের ইউটিউব চ্যানেলে এ কথা জানান।


তিনি বলেন, 'যাদের করোনা হয়েছে তাদের মনে হতেই পারে এই কঠিন সময়ে পিসিবি তাদের সাহায্য করছে না। আমার কিছু সূত্র আমাকে বলেছে, পিসিবির চিকিৎসক দল নাকি এই খেলোয়াড়দের ফোন ধরছেন না গত কয়েকদিন ধরে। এটা খুবই বাজে আচরণ।'


promotional_ad

ইংল্যান্ড সফরের দলে করোনা টেস্ট করিয়ে দশজন ক্রিকেটারকে করোনা পজিটিভ সনাক্ত করে পিসিবি। এরপর দ্বিতীয় দফায় টেস্ট করালে চার জন তখনও করোনা পজিটিভ সনাক্ত হয়।


মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হাফিজ ও ওয়াহাব রিয়াজ সুস্থ হলেও কাশিফ ভাট্টি, হারিস রউফ, হায়দার আলি এবং ইমরান খানের আবারও করোনা পজিটিভ সনাক্ত হয়।


এদিকে পিসিবির দুই দফা করোনা পরীক্ষার মাঝে ব্যক্তিগত উদ্যোগে করোনা পরীক্ষা করান হাফিজ। সেবার অবশ্য নেগেটিভ আসে তাঁর। এ নিয়েও কম জলঘোলা হয়নি।


সাবেক অধিনায়ক ইনজামাম এই ঘটনা উল্লেখ করে আরও বলেন, 'আমি পিসিবিকে বলব সব খেলোয়াড়কে দেখে রাখতে। সেটা না করলেই হাফিজের করোনা পরীক্ষা করার মতো ঘটনা ঘটবে। বোর্ডের উচিত ছিল যাদের করোনা পজিটিভ এসেছে তাদের জাতীয় ক্রিকেট একাডেমিতে রাখা। কেননা সেখানে পর্যাপ্ত জায়গা আছে।


ওদের নিজ নিজ বাড়িতে থাকতে বলার দরকার ছিল না। ওরা আমাদেরই খেলোয়াড় এবং ওদের দেখভাল করা উচিত যেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball