ক্যারিবিয়ান পেসারদের নিয়ে বাড়তি সতর্ক ইংল্যান্ড

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের বোলিং নিয়ে বাড়তি সতর্কতা প্রকাশ করেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট।
শেষবার, ২০১৯ সালে যখন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সিরিজ খেলতে যায় ইংল্যান্ড, তখন ক্যরিবিয়ান পেসারদের তোপে সিরিজটি ২-১ ব্যবধানে হারে সফরকারিরা।

সেই তিন টেস্টে সর্বোচ্চ ১৮ উইকেট নিয়ে কেমার রোচ সিরিজ সেরা নির্বাচিত হন। তরুণ পেসার আলজারি জোসেফ শিকার করেন দশ উইকেট। নয়টি উইকেট নেন শ্যানন গ্যাব্রিয়েল।
এবারের ইংল্যান্ড সফরেও ওয়েস্ট ইন্ডিজ দলে বেশ কয়েকজন সম্ভাবনাময় পেসার আছেন। আগামী ৮ জুলাই সাউথ্যাম্পটন টেস্ট শুরু হওয়ার আগে তাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রুট।
বিবিসিকে রুট বলেন, 'ওয়েস্ট ইন্ডিজের স্কিল এবং এই সিরিজে তারা কী করতে পারে, সে সম্পর্কে আমরা খুবই সচেতন। তাদের বোলিং আক্রমণ কতটা ভয়ানক হতে পারে, সেটা অবশ্যই পরিষ্কার।
আর তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এসবের জন্য আমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি।'