ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখবে ৪৫০ দর্শক?

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার ভয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ দর্শকশুন্য স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে আসতে পারে পরিবর্তন। সামাজিক দূরত্ব বজায় রেখে স্টেডিয়ামের উপরে অবস্থিত বার থেকে খেলা উপভোগ করতে পারেন ৪৫০ জন দর্শক!
এমন সংবাদ প্রকাশ করেছে ইংল্যান্ডের জনপ্রিয় ক্রীড়া পোর্টাল স্পোর্টস মেইল। ইংল্যান্ডের সারে ক্রিকেট ক্লাবের উদ্যোগে এমনটা হতে যাচ্ছে, লিখেছে তারা।

যদিও এখনও এই ব্যাপারে এখনও চূড়ান্ত করেনি সারে ক্রিকেট ক্লাব। কিয়া ওভাল স্টেডিয়ামের বারে ক্লাবটির ৪৫০ সদস্যকে জায়গা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
আগামি ৮ জুলাই অ্যাজেস বোলে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ জুলাই এবং তৃতীয় টেস্ট শুরু হবে ২৪ জুলাই। শেষ ম্যাচ দুটির ভেন্যু ওল্ড ট্র্যাফোড।
করোনা পরবর্তী প্রথম আন্তর্জাতিক সিরিজকে নিয়ে ইতোমধ্যেই অনেক বেশি সতর্কতা বজায় রেখেছে আয়োজক ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইতোমধ্যে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, হোটেল স্টাফ ও ভেন্যু স্টাফ মিলিয়ে ৭০২ ব্যক্তির করোনা পরীক্ষা করিয়েছে তারা, প্রত্যেকের ফলাফল নেগেটিভ।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যেই দেশটিতে পৌঁছে কোয়ারেন্টিনে আছে ওয়েস্ট ইন্ডিজ দল। ওয়েস্ট ইন্ডিজের পর পাকিস্তানের বিপক্ষে খেলার কথা ইংল্যান্ডের। তবে ইংল্যান্ড সফরের জন্য যে দল ঘোষণা করেছে পাকিস্তান, সেই দলে মোট দশ ক্রিকেটার করোনা পজিটিভ ধরা পড়ে।