কোহলিতে ভীত নন নাসিম
ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে ভয় না পেলেও তাঁর প্রতি শ্রদ্ধা আছে বলে জানিয়েছেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। কোহলিদের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন অভিষেকেই আলো ছড়ানো এই পেসার।
কূটনৈতিক সম্পর্ক ভালো না থাকায় লম্বা সময় ধরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হচ্ছে না। ফলে আইসিসির শুধুমাত্র আসরগুলোতেই মুখোমুখি হচ্ছে এই দুটি দল। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলতে তর সইছে না নাসিমের।

সম্প্রতি নাসিম বলেন, ‘ভারত বনাম পাকিস্তান সবসময়ই বিশেষ কিছু। আমি যতটুকু শুনেছি, এই ম্যাচগুলো একজন খেলোয়াড়কে নায়ক বানাতে পারে আবার ভিলেন বানাতেও পারে। এগুলো খুব দারুণ ম্যাচ, যেহেতু তেমন একটা দেখা যায় না। আর হ্যাঁ, আমি তো অবশ্যই সুযোগ পেলে ভারতের বিপক্ষে খেলতে চাই।
বিরাট কোহলির ব্যাপারে বলব, আমি তাকে শ্রদ্ধা করি। তবে ভয় করি না। সেরা ব্যাটসম্যানকে বল করা সবসময়ই চ্যালেঞ্জিং, কিন্তু সেটা করেই আপনি খেলায় উন্নতি আনতে পারেন। আমি কোহলি এবং ভারতের বিরুদ্ধে খেলতে মুখিয়ে রয়েছি যখনই সুযোগ আসুক।’
মাত্র ১৬ বছর বয়সে টেস্ট অভিষেকে দুর্দান্ত গতি আর সুইংয়ের ঝলকে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন নাসিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র এক উইকেট পেলেও গতির ঝড় তুলে আলোচনায় আসেন তিনি।