থুতু দিয়ে বল পালিশের বিকল্প চান বুমরাহ

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
করোনা পরবর্তী ক্রিকেট বিশ্বে মুখের লালা বা থুতু দিয়ে বল পালিশ করার বিকল্প চাইছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। তাঁর মতে, পুনরায় ক্রিকেট চালু হলে বোলারদের কথা বিবেচনা করে এর বিকল্প চালু করা উচিত আইসিসির।
সম্প্রতি অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি'র ক্রিকেট কমিটি করোনার সংক্রমণ এড়াতে মুখের লালা দিয়ে বল পালিশের পদ্ধতি বাতিল করার প্রস্তাব দিয়েছিল, যা মেনে নিয়েছে আইসিসি।

বুমরাহর মতে, রঙিন পোশাকের ক্রিকেটে ভারসাম্য রাখতে এই পদ্ধতির বিকল্প রাখা জরুরি। নয়তো খেলা অনেকটাই ব্যাটসম্যানদের নিয়ন্ত্রণে চলে যাবে বলে আশঙ্কা করেন তিনি।
আইসিসি'র ভিডিও সিরিজ ‘ইনসাইড আউট’ অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার শন পোলক ও সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার ইয়ান বিশপের সঙ্গে আলোচনায় বুমরাহ এসব কথা জানান।
তিনি বলেন, ‘‘আমি উইকেট পেলে খুব বেশি হাত মিলিয়ে উৎসব করি না। তাই এই পদ্ধতি বন্ধ করা নিয়ে আমার কোনও পাল্টা মত নেই। কিন্তু থুতু দিয়ে বল পালিশের বিকল্প রাখা উচিত। জানি না, ফের খেলা শুরু হলে কী ধরনের নিয়ম মানতে হবে!
কারণ বল ঠিক মতো পালিশ করা না গেলে বোলারদের সমস্যা হবেই। সীমিত ওভারের ক্রিকেটে বর্তমানে মাঠ ছোট থাকে। উইকেটও ব্যাটিং সহায়ক। তাই বোলারদের জন্যও কিছু থাকা দরকার। কারণ বল তৈরি করা না গেলে ঠিক মতো সুইং বা রিভার্স সুইং কোনওটাই পাওয়া যাবে না।’’