promotional_ad

ইমরান খানের অনুসারী হতে মুখিয়ে বাবর

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন অধিনায়ক হিসেবে গত বুধবার (১৩ মে) বাবর আজমের নাম ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে তারা।


২৫ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান অধিনায়কত্ব পাওয়ার পর সম্প্রতি নিজের অনুভূতি এবং লক্ষ্যমাত্রা প্রকাশ করেছেন। জানিয়েছেন বিশ্বকাপ বিজয়ী অধিনায়ক ইমরান খানের দেখানো পথে হাঁটতে চান তিনি। 


অধিনায়ক থাকাকালীন আক্রমণাত্মক এবং আগ্রাসী ক্রিকেটের প্রতি গুরুত্ব দিতেন কিংবদন্তী ইমরান খান। এবার অধিনায়ক হিসেবে একইভাবে দলকে নেতৃত্ব দিতে মুখিয়ে রয়েছেন তরুণ বাবর আজম। সোমবার (১৮ মে) একটি অনলাইন সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। 



promotional_ad

বাবর আজম বলেন, ‘আমি আগ্রাসী ক্রিকেটের নীতি অনুসরণ করতে চাই। এক্ষেত্রে ইমরান খানের অধিনায়কত্বের স্টাইলটা নিতে চাই আমি। অধিনায়ক হিসেবে নিজেকে ঠাণ্ডা থাকা শিখতে হবে। প্রতিপক্ষের বিরুদ্ধে পরিকল্পনা সাজানোর সময় দলের খেলোয়াড়দেরও রাখতে হবে।’


আত্মবিশ্বাসকেই সাফল্যের মূলমন্ত্র হিসেবে বিশ্বাস করেন পাকিস্তানের সীমিত ওভারের নতুন অধিনায়ক। আর সেই কারণেই দলের বাকি সদস্যদের ভরসার পাত্র হয়ে উঠতে চান তিনি। কঠিন মুহূর্তে দাঁড়াতে চান তাঁদের পাশে।


বাবর আজমের ভাষ্যমতে, 'অনেক সময় এমন পরিস্থিতি আসবে যা আপনাকে রাগিয়ে দেবে। তবে তখনই নিজেকে সংযত করতে হবে, আগ্রাসী মনোভাবটা নিয়ন্ত্রণ করতে হবে। নিজের খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর মূলমন্ত্র হলো আত্মবিশ্বাস। খেলোয়াড়দের যত বেশি ভরসা দেবেন, তারা নিজেদের সেরাটা দেবে। খেলোয়াড়দের সাথে নিয়ে কাঁটায় বিছানো পথকে ফুলেল শয্যা বানানো সম্ভব।’


অধিনায়কত্বের অভিজ্ঞতা অবশ্য পুরোপুরি নতুন নয় বাবর আজমের জন্য। এর আগে টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তবে ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব করা যে পুরোপুরি ভিন্ন সেটিও মানছেন এই ফরম্যাটে ৩ হাজার ৩৫৯ রানের মালিক। অবশ্য এই চ্যালেঞ্জটি নিতে আগে থেকেই প্রস্তুত বাবর। 



তিনি বলেছেন, ‘যেকোন চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত রাখাটাও একটা চ্যালেঞ্জ। যখন ওয়াসিম খান (পিসিবি সিইও) আমাকে অধিনায়কত্বের ব্যাপারে জানালেন, তখন আমি খুশিই হয়েছি। এটা আমার ভাগ্যে লেখা ছিল, যা সেদিন বাস্তবায়িত হয়েছে। আপনি এখন অভিযোগ করতে পারবেন না যে এটা জ্বলদি পেয়েছেন বা অনেক বড় দায়িত্ব। যেহেতু তারা নিজেদের ভরসা রেখেছেন আমার ওপর, আমার ভেতরে সামর্থ্য দেখেছেন, আমিও এ দায়িত্ব নিতে প্রস্তুত।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball