promotional_ad

ডি ভিলিয়ার্স তত্ত্বে বিশ্বকাপে সফল সাকিব

ছবিঃ- আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাট ও বল হাতে অসাধারণ পারফর্ম করে আলোড়ন সৃষ্টি করেন সাকিব আল হাসান। লম্বা সময় পর জানা গেল, বিশ্বসেরা এই অলরাউন্ডারের পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের। 


বিশ্বকাপের আগে ডি ভিলিয়ার্সের সঙ্গে আলোচনা করেই সাকিব বুঝতে পেরেছেন, তিন নম্বরে ব্যাটিং করবেন তিনি। এরপর মাত্র আট ইনিংসে ৬০৬ রান করেন তিনি। বল হাতেও নেন ১১ উইকেট।



promotional_ad

সম্প্রতি সাকিব বলেন, 'বিশ্বকাপের আগে যখন বিপিএল হলো তখন আমি ডি ভিলিয়ার্সের সাথে কথা বলছিলাম। এমনি সাধারণ কথা হচ্ছিলো। সে সময় ও আমাকে বলে যে, ওর মনে হয় সবসময় সে পরের দিকে ব্যাটিং করেছে। সে যদি ৩ এ ব্যাটিং করতো তাহলে দলের জন্য আরও অবদান রাখতে পারত এবং রান করতে পারত। দলের কথা ভেবে ওকে সবসময় ৪,৫,৬ এ খেলতে হয়েছে।


ওর তত্ত্ব ছিল মিডল অর্ডারে খেলে সে ৭০-৮০ করছে, এতে দলের লাভ হচ্ছে আবার মাঝে মাঝে কাজে আসছে না। কিন্তু তিনে খেললে ১০০-১২০ করতে পারবে, দলকে জেতাতে পারবে। পরে চাপ নিতে হবে না। চিন্তা থাকতো ২-৩ উইকেট পরে গেলে হাল ধরব বা দলকে এগিয়ে নিয়ে যাবো। ওর ক্ষেত্রেও জিনিসগুলো এমন ছিল। এরপরেই আমি সিদ্ধান্ত নিলাম যে উপরে ব্যাটিং করব।'


যদিও বিশ্বকাপের মতো বড় মঞ্চে এই সিদ্ধান্ত নিতে অনেক কষ্ট হয়েছে সাকিবের। সতীর্থদের দ্বিধাদ্বন্দ্বে নিজের ওপর বিশ্বাস রাখা কষ্টসাধ্য হয়ে গিয়েছিল তাঁর।



সাকিব আরও বলেন, 'এই পজিশনেও আমাদের নির্দিষ্ট কেউ ছিল না, তাই ভাবলাম একটা চেষ্টা করে দেখি। যেহেতু বিশ্বকাপ ছিল চ্যালেঞ্জটা অনেক বড় ছিল। এমনকি ম্যাচের আগের দিন রাতেও ফোন এসেছে, শিউর? আমি করব কি করব না? জিনিসগুলো অনেক সংকটপূর্ণ এবং চাপও বলতে পারেন। আপনার যখন আসলেই কল আসে এবং জিজ্ঞেস করে করব কি করব না? করাটা ঠিক হবে কিনা, মনে হচ্ছে না ঠিক হবে।


সবাই যেভাবে বলেছে বা চিন্তা করেছে আসলে ঠিক হচ্ছে না বা ঠিক হবে না। সবাই যখন দ্বিধাদ্বন্দ্বে থাকে তখন আপনার জন্য সিদ্ধান্ত নেয়াটা আরও কঠিন হয়ে যায়। সবাই আপনার সাথে থাকলে, তখন একটা আলাদা বিষয়। আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল, তাঁদের কষ্ট, অবদান, ত্যাগ, সবার বিশ্বাস এই সময় অনেক বেশি কাজে এসেছে।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball