বিশ্বচ্যাম্পিয়ন দলের চাইতে বর্তমান দল শক্তিশালীঃ ব্রাভো

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
২০১২ ও ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ওয়েস্ট ইন্ডিজ দলের চাইতে বর্তমান দলটি আরও অনেক বেশি শক্তিশালী, এমনটা মনে করছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ওয়েস্ট ইন্ডিজের বর্তমান ব্যাটিং লাইনআপে নিজেকে নয় নম্বরে দেখে এই অনুভূতি হয়েছে ব্রাভোর।
সম্প্রতি ব্রাভো বলেন, “শ্রীলঙ্কায় আমাদের সবশেষ সিরিজের চলাকালে সিমন্স (কোচ) আমাদের দলটা ব্যাটিং অর্ডার অনুযায়ী লিখলেন। সেখানে আমার নাম রাখলেন নয় নম্বরে। আমি তখন সবাইকে বললাম, ‘আমার মনে হয় না, কোনো টি-টোয়েন্টি দলে আমি খেলেছি, যেখানে আমার নাম ছিল নয়ে।
এই দলের ব্যাটিং লাইন আপ চমক জাগানিয়া। তখনই ছেলেদের বলেছি, ‘আমার মনে হয়, আমাদের এই দল আসলে গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া দলটির চেয়েও ভালো। ব্যাটিং অর্ডারের দশ নম্বর পর্যন্ত ব্যাটসম্যান আছে আমাদের, এটা ফাজলামো নয়।”

দীর্ঘদিন ধরে ওয়েস্ট ইন্ডিজ দলের বাইরে আছেন স্পিন অলরাউন্ডার সুনিল নারিন। তিনি দলে ফিরলে পুরো একাদশেই ব্যাটসম্যান পাওয়া যাবে, এমনটাই বিশ্বাস ব্রাভোর।
তিনি আরও বলেন, “ভেবে দেখুন, সুনিল নারিনকে পাওয়া এখনও নিশ্চিত নয়। যদি নারিনকে পাওয়া যায়, সে হয়তে ব্যাট করবে ১০ বা ১১ নম্বরে। ভাবা যায়! টি-টোয়েন্টি লিগগুলোয় এখন সে নিয়মিতই ওপেন করে।”
ব্রাভোর মতে, ক্যরিবিয়ানদের এই দল বর্তমান বিশ্বের যেকোনো দলের জন্যই ভীতি জাগানিয়া।
ব্যাটিং অর্ডার প্রসঙ্গে তিনি আরও বলেন, “একবার ভাবুন, পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজ দল যদি পাওয়া যায় তাহলে কেমন হবে! এভিন লুইসকে আউট করলে শিমরন হেটমায়ার ক্রিজে আসবে। হেটমায়ারকে আউট করলে নিকোলাস পুরান, লেন্ডল সিমন্সকে আউট করলে আন্দ্রে রাসেল।
রাসেলের পর কাইরন পোলার্ড, এরপর রভম্যান পাওয়েল। এই তালিকা লম্বা হতেই থাকবে, এক পর্যায়ে গিয়ে পাওয়া যাবে চ্যাম্পিয়ন ডিজে ব্রাভোকে। এটি নিঃসন্দেহে ভয়ঙ্কর দল, প্রতিপক্ষের জন্য ভীতি জাগানিয়া, এটিই আমাকে রোমাঞ্চিত করছে।”