ভ্যাকসিন আবিষ্কার না হলে মাঠে ফিরতে অনীহা রাহানের

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার না হলে ক্রিকেটে ফেরা উচিৎ নয় বলে মনে করছেন ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে।
সম্প্রতি অনলাইনে এক বার্তায় তিনি বলেন, ‘নিঃসন্দেহে আমি আমার ব্যাটিং খুব মিস করছি এই সময়। কিন্তু সত্যি কথা বলতে করোনার ভ্যাকসিন আবিষ্কার না হলে ক্রিকেট চালু করাই উচিৎ নয়।’

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেও মাঠে ফিরতে তাড়াহুড়ো করতে নারাজ রাহানে। মাঠে ফেরার আগে পর্যাপ্ত অনুশীলন সেরে নিতে চান অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
রাহানে আরও বলেন, ‘যে পরিস্থিতি এখন, এতে কোনও ধরনের প্রতিযোগীতামূলক ক্রিকেটে অংশ নেওয়ার আগে আমাদের অন্ততপক্ষে তিন থেকে চার সপ্তাহের একটি অনুশীলন সেশন প্রয়োজন।’
লম্বা সময় ধরে মাঠের বাইরে রয়েছেন ক্রিকেটাররা। কোয়ারেন্টিনের এই সময়ে প্রত্যেকেই নিজ উদ্যোগে যার যার ঘরে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। ব্যতিক্রম নয় রাহানেও।
তিনি আরও বলেন, ‘ট্রেনারের নির্দেশ মেনে আমি আমার ফিটনেস ট্রেনিং বজায় রেখেছি। ফ্রি ওয়েটের পাশাপাশি যোগাভ্যাসেও নিয়মিত সময় ব্যয় করছি।’