মেসির মতোই ‘যত্নবান’ শচিন: রায়না

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
ফুটবল বিশ্বে আর্জেন্টিনা ও বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসির মতো শান্ত স্বভাবের ফুটবলার খুব কমই আছে। ক্রিকেটেও এ রকম নম্র স্বভাবের একজন ভারতের ক্রিকেট ঈশ্বর শচিন টেন্ডুলকার। সতীর্থদের প্রতি এই দুজনের যত্ন নেয়ার ধরনও এক বলে মন্তব্য করেছেন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না।
একইসাথে শচিনের কারণেই ২০১১ সালের বিশ্বকাপ জিতে নিয়েছিল ভারত, এমনটা মনে করেন রায়না। তাঁর মতে, শচিনই সবার আগে দলের বিশ্বকাপ জেতার ক্ষুধা বাড়িয়ে দিয়েছিলেন।

ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসি অবশ্য এখনও বিশ্বকাপ জিততে পারেননি। তবে তাঁর নেতৃত্বে ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে ফাইনাল খেলে আর্জেন্টিনা।
রায়না বলেন, ‘আমি লিওনেল মেসির বড় ভক্ত। তিনি অনেক বেশি বিনয়ী। মেসির মতো শচিনও দারুণ। বিশেষ করে দলের অন্যদের যত্ন নেয়ার ক্ষেত্রে। খেলাধুলা এমন একটা বিষয় যেখানে আপনাকে বিনয়ী হতেই হবে।
শচিন খুবই শান্ত স্বভাবের। ওনার জন্যেই আমরা বিশ্বকাপ জিতেছিলাম। শচিন আমাদের সবার মনে সেই বিশ্বাস এনে দিতে পেরেছিলেন। তিনিই ছিলেন দলের দ্বিতীয় কোচ।’
বিশ্বকাপের পাশাপাশি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শিরোপা জিতেছেন শচিন। মেসি বিশ্বকাপ না জিতলেও ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে তাঁর কাছে অজস্র অর্জন।