‘ইজি ক্রিকেট’ চান না স্টোকস

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট ক্রিকেট আগের মতো উজ্জীবিত নেই বা টেস্ট ক্রিকেটের নিয়মে পরিবর্তন দরকার- এমন কথা প্রায়ই শোনা যায় ক্রিকেট বিশ্বে। যদিও এতে ঘোর আপত্তি আছে বেন স্টোকসের।
ইংল্যান্ডের এই অলরাউন্ডার মনে করেন টেস্ট ক্রিকেট যেমন আছে, তেমনই থাকা শ্রেয়। তাঁর মতে, টেস্ট ক্রিকেট কোনও অংশে বদলে গেলেই সেটা হয়ে যাবে ইজি (সহজ) ক্রিকেট!

সম্প্রতি স্টোকস বলেন, ‘আমার কাছে টেস্ট ক্রিকেট হচ্ছে সর্বোচ্চ চূড়া। সম্প্রতি অনেক কথা বলাবলি হচ্ছে যে, টেস্ট ক্রিকেট মরে যাচ্ছে। আমি জানি না এসব কথা কেমন করে আসে।
টেস্ট ক্রিকেট এমনই থাকতে হবে। টেস্ট ক্রিকেট বদলে গেলে সত্যিই দুঃখজনক ব্যাপার হবে। তারা যদি সত্যিই নিয়ম বদলাতে চায়, তাহলে আমি মনে করি তাদের এটিকে ইজি (সহজ) ক্রিকেট ডাকা উচিৎ।’
বিরাট কোহলি-জো রুটদের মতো সময়ের সেরা ক্রিকেটারদের কাছেও সবচেয়ে বেশি প্রাধান্য প্রায় টেস্ট ক্রিকেট, দাবি করেন স্টোকস।
সময়ের সেরা এই অলরাউন্ডার আরও বলেন, ‘বিরাট কোহলি, জো রুটরা বারবারই বলছে টেস্ট ক্রিকেটই যেকোন খেলোয়াড়ের সবচেয়ে বড় পরীক্ষার জায়গা। এই ফরম্যাটেই একজন ক্রিকেটারের নিজের জাত চেনানোর সবচেয়ে বড় সুযোগ। সন্দেহ নেই, ক্রিকেটের বিশুদ্ধতম ফরম্যাট এটি।’