promotional_ad

উমরের লঘু পাপে গুরু দন্ড মানতে নারাজ কামরান

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও তা গোপন রাখায় তিন বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন উমর আকমল। তাঁর মতে লঘু পাপে গুরুদন্ড দেয়া হয়েছে উমরকে। 


এর আগে উমরের মতো একই ধরণের অপরাধ করে অনেক কম শাস্তি পান তাঁরই দুই সতীর্থ মোহাম্মদ ইরফান এবং মোহাম্মদ নাওয়াজ। ইরফানকে ৬ মাস এবং নাওয়াজকে মাত্র ২ মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  



promotional_ad

তাই আকমলদের বড় জন বলেছেন, ‘উমরের ওপর দেয়া নিষেধাজ্ঞায় আমি বিস্মিত। তিন বছরের নিষেধাজ্ঞা অনেক বেশি কঠিন শাস্তি। সে (উমর) অবশ্যই এর বিরুদ্ধে (শাস্তি কমানোর) সম্ভাব্য সকল চেষ্টা করবে। এর আগে একই অপরাধে অনেক কম শাস্তি পেয়েছে অনেকি। কিন্তু উমরকে কঠোর শাস্তি দেয়া হলো।’


অবশ্য উমর আকমলের এত বড় শাস্তির একটি কারণ ব্যাখ্যা করেছেন পিসিবির কৌসুলি তাফাজ্জুল রিজভী। মূলত নিজের দোষ ঢাকার জন্য নানা যুক্তি দাঁড় করানোর দায়ে তিন বছর নিষিদ্ধ করা হয়েছে জাতীয় দলের এই ক্রিকেটারকে বলে জানান রিজভী। 


এই প্রসঙ্গে রিজভী বলেন, ‘নিজের দোষকে সমর্থন করার জন্য উঠে পড়ে লেগেছিল আকমল। তার জবাব ছিল বিভ্রান্তিকর। সে কখনওই নিজের দোষ মেনে নেয়নি আবার অস্বীকারও করেনি। তাকে যে প্রস্তাব দেয়া হয়েছিল, সেগুলো মেনে নিয়েছে।'



উমর অপরাধ স্বীকার না করে যুক্তি দেখানোতে বেশ ক্ষেপেছে পিসিবি। ফলে বড় শাস্তি পেতে হলো তাঁকে। রিজভী বলেন, 'না জানানোর অপরাধ স্বীকার না করে, বরং কেন জানায়নি সে বিষয়ে অসাঢ় যুক্তিস্থাপন করছিল। কিন্তু এর কোন সুযোগ নেই। হয় তুমি জানিয়েছ না হয় গোপন রেখেছ। মাঝামাঝি কিছু নেই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball